Annu Kapoor: আমির খানকে নিয়ে এ কী মন্তব্য করলেন অন্নু কপূর!

<p style="text-align: justify;">মুম্বই: আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে আমির খানের (Aamir Khan) বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। ছবির প্রচারে ইতিমধ্যেই নানা জায়গায় দেখা যাচ্ছে আমির খান, করিনা কপূর খানকে। সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউডের আর এক জনপ্রিয় তারকা অন্নু কপূরকে বি টাউনের মিস্টার পারফেকশনিস্টের আগামী ছবি নিয়ে প্রশ্ন করেন। আর তখনও সেই প্রসঙ্গে অন্নু কপূর (Annu Kapoor) যা মন্তব্য করলেন, তাতে বিতর্ক দেখা দিয়েছে।</p> <p style="text-align: justify;"><strong>আমির খানের 'লাল সিং চাড্ডা' প্রসঙ্গে অন্নু কপূর-</strong></p> <p style="text-align: justify;">সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের শোয়ের প্রচারে আসেন অন্নু কপূর। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় আমির খানের আগামী ছবি 'লাল সিং চাড্ডা' প্রসঙ্গে। সেই প্রশ্নের মাঝেই অন্নু কপূর মন্তব্য করেন, 'কে সে?' এরপর যখন অভিনেতাকে বলা হয় যে, সেটি আমির খানের ছবি। তখন তিনি বলেন, 'সেটা আবার কী? আমি সিনেমা দেখি না। আমি জানি না।' অন্নু কপূরের এই মন্তব্যের মাঝেই তাঁর ম্যানেজার 'নো কমেন্টস' বলেন। কিন্তু ফের অন্নু কপূর বলেন যে, 'নো কমেন্টস নয়। আমি কোনও ছবিই দেখি না। না আমার। না অন্য কারও। আমি সত্যিই জানি না এটা কোন ছবি বা কী। তাহলে আমি কীকরে বলব কে 'লাল সিং চাড্ডা'। আমার কোনও ধারণাই নেই।'</p> <p style="text-align: justify;">অন্নু কপূরের এই মন্তব্যের পরই নেট দুনিয়ায় বিতর্কের ঝড় ওঠে। কোনও নেট নাগরিক মন্তব্য করেন যে, 'কেন আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন?' আবার কেউ কমেন্ট করেন, ''তিনি বলেছেন যে তিনি আমির খানকে চেনেন না! সত্যিই?' এক নেটিজেন আবার মন্তব্য করেছেন যে, 'বলিউড ইন্ডাস্ট্রির উপর রেগে রয়েছেন অন্নু কপূর। তাই এমন মন্তব্য করেছেন।'</p> <p style="text-align: justify;">আরও পড়ুন - <a title="Koffee With Karan: এই বিশেষ কারণে 'কফি উইথ করণ'-এ আমন্ত্রিত নন তাপসী পান্নু!" href="https://ift.tt/U3kyWbT" target="">Koffee With Karan: এই বিশেষ কারণে 'কফি উইথ করণ'-এ আমন্ত্রিত নন তাপসী পান্নু!</a></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, পরিচালক অদ্ভেত চন্দনের বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা' মুক্তি পাবে আগামী ১১ অগাস্ট। এই ছবি দিয়ে দীর্ঘদিন বাদে পর্দায় ফিরছেন আমির খান। চার বছর পর পর্দায় দেখা যেতে চলেছে তাকে। আমির খান, করিনা কপূর খান ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মোনা সিংহকে। আবার এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর। 'লাল সিং চাড্ডা'র সঙ্গে একইদিনে মুক্তি পাবে অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন'।</p>

from entertainment https://ift.tt/OCsGnjh
via IFTTT
LihatTutupKomentar