<p style="text-align: justify;">মুম্বই: বলিউড পরিচালক - প্রযোজক কর্ণ জোহরের (Karan Johar) সঙ্গে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ঠান্ডা লড়াই এখনও জারি রয়েছে। তার প্রমাণ ফের পাওয়া গেল। এবার ভরা মঞ্চে কর্ণকে সাফ এড়িয়ে গেলেন 'ভুলভুলাইয়া টু' অভিনেতা। এই ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই ট্রোলের বন্যা বইছে। নেটিজেনরা কাঠগড়ায় তুলছেন কর্ণ জোহরকেই। মুহূর্তে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।</p> <p style="text-align: justify;"><strong>কর্ণ জোহরকে এড়িয়ে গেলেন কার্তিক আরিয়ান-</strong></p> <p style="text-align: justify;">ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। প্রথমে ঘোষণা হয়েছিল যে কর্ণ জোহরের 'দোস্তানা টু' ছবিতে থাকতে চলেছেন কার্তিক আরিয়ান। কিন্তু তার কিছুদিন পরই কর্ণের সংস্থার পক্ষ থেকে জানান হয় যে, কোনও বিশেষ কারণে 'দোস্তানা টু' ছবির অভিনেতা বদল হচ্ছে। এই ছবিতে থাকছেন না কার্তিক। সে সময়ে শোনা গিয়েছিল, অভিনেতার অপেশাদার আচরণের জন্যই কর্ণ এই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীকালে কার্তিক কিংবা কর্ণ কেউই এই বিষয়ে মুখ খোলেননি। পেশাদারিত্ব বজায় রাখতে দুপক্ষই চুপ থেকেছে। কিন্তু তাঁদের মধ্যে যে ঠান্ডা লড়াই এখনও চলছে তা ফের টের পাওয়া গেল সাম্প্রতির এক অ্যাওয়ার্ডের মঞ্চে। </p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/qW7yi9J> <p style="text-align: justify;">সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। যেখানে 'স্টাইলিশ পুরুষ অভিনেতা'র বিভাগে পুরস্কার জিতে নেন কার্তিক আরিয়ান। সেখানকারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, মঞ্চে একঝাঁক তারকা রয়েছেন। কার্তিক আরিয়ান ছাড়াও সেখানে উপস্থিত বরুণ ধবন, মনীশ পল, অনিল কপূর। তাঁকে নিজেদের আগামী ছবি 'যুগ যুগ জিও'র গানে নাচছিলেন। কার্তিকও সেখানে তাঁদের সঙ্গে দিচ্ছিলেন। আচমকাই মঞ্চে উছে আসেন কর্ণ জোহর। এবং সকলের সঙ্গে নাচে যোগ দেন। আর কর্ণ মঞ্চে আসতেই তাঁকে উপেক্ষা করেন কার্তিক। এমনকি তিনি সকলের সঙ্গে পা মেলানো বন্ধ করে দেন। ভিডিও ভাইরাল হতেই নেট নাগরিকরা ট্রোল করতে শুরু করেছেন কর্ণকে। </p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Ranbir Kapoor: আলিয়া নয়, শ্রদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ রণবীর, ভাইরাল ছবিতে ঘুম উড়ছে নেটপাড়ার" href="https://ift.tt/LvkABfC" target="">Ranbir Kapoor: আলিয়া নয়, শ্রদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ রণবীর, ভাইরাল ছবিতে ঘুম উড়ছে নেটপাড়ার</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন কার্তিক আরিয়ান। ওটিটিতে মুক্তি পাওয়া তাঁর ছবি 'ধামাকা' দারুণ জনপ্রিয়তা পায়। পাশাপাশি তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'ভুলভুলাইয়া টু'ও বক্স অফিসে ইতিমধ্যেই ১৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।</p>
from entertainment https://ift.tt/T871AOX
via IFTTT
from entertainment https://ift.tt/T871AOX
via IFTTT