<p><strong>কলকাতা: </strong>কালো শার্ট আর ছাই রঙা প্যান্ট। অক্লান্ত মুখে একের পর এক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন তিনি। মাঝখানে কেবল একবার গলা ভেজানোর জন্য কফি চেয়ে নিলেন। পছন্দের থুড়ি স্বপ্নের চরিত্র নিয়ে বার বার কথা বলছেন বলেই বোধহয় এতটুকু ক্লান্তি নেই তাঁর মুখে। পাঁচতারা হোটেলের হল প্রায় ফাঁকা হয়ে গিয়েছে তখন। দু-এক পা হেঁটে নিয়ে এবিপি লাইভের ক্যামেরার সমানে বসে পড়লেন তিনি। একান্ত সাক্ষাৎকারে একই রকম ঝলমলে, ঝকঝকে। কিন্তু আড্ডায় শুধু ফেলুদা নয়, ধরা পড়লেন ব্যক্তি টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। </p> <p>সৃজিত মুখোপাধ্যায়ের 'ফেলুদা' (Feluda) তিনি। সদ্য দার্জিলিং থেকে শ্যুটিং করে ফিরেছেন। আপাতত কর্ণ জোহরের (Karan Johar) 'রকি অউর রানি কী প্রেম কাহানি' ছবিতে অভিনয় করছেন তিনি। তবে জয়সালমীরে গিয়েও তাঁকে যেন ঘিরে রেখেছে ফেলুদা। 'সোনার কেল্লা'-র (Sonar Kella) সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছিলেন তিনি। ফেলুদা তাঁর স্বপ্নের চরিত্র, একথা বারে বারে ফিরে এসেছে টোটার কথায়। সৃজিত মুখোপাধ্যাকে (Srijit Mukherjee) তিনি ধন্যবাদও জানিয়েছেন এই চরিত্রে তাঁকে বাছার জন্য। তবে টোটা কী টলিউডের থেকে বলিউডে পছন্দের চরিত্র বেশি পাচ্ছেন?</p> <p>আরও পড়ুন: <a title="Bhaswar Chatterjee: বিজয়া রায়ের পছন্দে সুযোগ, সত্যজিৎ রায়ের জামা পরে শ্যুটিং, অভিজ্ঞতার কথা লিখছেন ভাস্বর" href="https://ift.tt/FjylBA8" target="_blank" rel="dofollow noopener">Bhaswar Chatterjee: বিজয়া রায়ের পছন্দে সুযোগ, সত্যজিৎ রায়ের জামা পরে শ্যুটিং, অভিজ্ঞতার কথা লিখছেন ভাস্বর</a> </p> <p>এবিপি লাইভের (ABP Live) প্রশ্নের উত্তরে টোটা বললেন, 'এই মুহূর্তে আমি সেটা বলার জায়গায় আসিনি। তার আগে বলিউডে আরও বেশ কিছু চরিত্রে আমায় সুযোগ পেতে হবে। তবে হ্যাঁ, টলিউডের থেকে বলিউডে সম্মানটা একটু বেশিই পাই। আমার এই কথাটা বলতে একটু কুন্ঠাবোধ হচ্ছে, কারণ আমি এখনও পর্যন্ত যা যা কাজ শিখেছি, যা কিছু অর্জন করেছি প্রায় সবটাই টলিউড থেকে, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তবু কোথাও না কোথাও গিয়ে যেন বলিউডে সম্মানটা আমি বেশি পাই। আশা রাখি সেই ভবিষ্যতে সম্মান আমি এখানেও পাব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলিউডেই সম্মানটা বেশি পাচ্ছি।</p>
from entertainment https://ift.tt/yoCa6s3
via IFTTT
from entertainment https://ift.tt/yoCa6s3
via IFTTT