Shiladitya Moulik: শিলাদিত্যর ছবির 'নাম চুরি'! সোশ্যাল মিডিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি পরিচালকের

<p><strong>কলকাতা: </strong>সদ্য মুক্তি পেয়েছে তাঁর তৈরি নতুন ছবি 'হৃদপিণ্ড'। করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছিল। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির পরে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে এই প্রেমের অদ্ভুত রসায়নের গল্প। সামনেই মুক্তি পাবে তাঁর অপর ছবি 'চিনেবাদাম'। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির গানও ট্রেলার। দুই ছবির ব্যস্ততার মধ্যেই নতুন ছবির কাজও শুরু করে দিয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিক (Shiladitya Maullik)। কিন্তু ছন্দপতন। তাঁর নতুন ছবির গল্প ও নাম দুইই নাকি 'চুরি হয়ে গিয়েছে'। সোশ্যাল মিডিয়ায় এই মর্মে পোস্ট করেই বিস্ফোরক পোস্ট পরিচালকের।&nbsp;</p> <p>সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শিলাদিত্য লিখেছেন, 'আমার একটা গল্প, যেটার চিত্রনাট্য আমি লিখেছি প্রায় ২ বছর আগে, বিশিষ্ট অভিনেতাদেরকে শোনানো ও হয়ে গেছে এবং প্রযোজককেও। সেই নামে একটা ছবি হচ্ছে শুনলাম। তা হোক, আমি নাম পাল্টে নিচ্ছি। কিন্তু যদি গল্পে বা চিত্রনাট্যে মিল পাই প্লেগারিজম এর জন্য আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। বিঃদ্রঃ - এত গল্প আছে চারিপাশে, প্রয়োজনে এক আধটা আমিও দিতে পারি। প্লেগারিজম থেকে দয়া করে দুরে থাকুন।' (অপরিবর্তিত)</p> <p>আরও পড়ুন: <a title="Anindya on Social Media: 'ওটিটিতে কাজ করতে চাই, কিন্তু আমায় নিয়ে কেউ ভাবছেন না', 'বেলাশুরু' মুক্তির পরেই 'কাজ চেয়ে' পোস্ট অনিন্দ্যর" href="https://ift.tt/TlJyZiS" target="_blank" rel="dofollow noopener">Anindya on Social Media: 'ওটিটিতে কাজ করতে চাই, কিন্তু আমায় নিয়ে কেউ ভাবছেন না', 'বেলাশুরু' মুক্তির পরেই 'কাজ চেয়ে' পোস্ট অনিন্দ্যর</a></p> <p>নতুন ছবির চিত্রনাট্য অনেক আগে তৈরি হয়ে ছিল তাঁর। কিন্তু অন্যান্য ছবির কাজ এসে পড়ায় তাঁর হাত দিতে পারেননি তিনি। তবে নতুন ছবির কাজ শুরু করেই বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় অবশ্য় নিজের ছবির নাম বদলে নেওয়ার কথা জানিয়েছেন পরিচালক।</p> <p>সদ্য় মুক্তি পেয়েছে শিলাদিত্যর নতুন ছবির ট্রেলার। সেখানেই পাওয়া যায় গল্পের ইঙ্গিত। বন্ধু খোঁজার জন্য নতুন অ্যাপ তৈরি করে বিদেশ থেকে ফেরা ছবির নায়ক। তৈরি হয় নতুন অফিস, নতুন লোকজন। সবসময়ের সঙ্গী প্রেমিকা তৃষা। বন্ধু খুঁজে পাওয়ার অ্যাপ 'চিনেবাদাম' সাফল্য পায় অল্প সময়ের মধ্যেই। কিন্তু তারপর এই অ্যাপকে ঘিরেই তৈরি হয় বিভিন্ন সমস্যা। মান-অভিমান, সম্পর্কের টানাপোড়েনের সম্মুখীন হয় ছবির নায়ক নায়িকাও। তাঁদের মিষ্টি প্রেম বদলে যায়। বন্ধু খুঁজে দিতে গিয়ে বন্ধুহীন হয়ে পড়ে ছবির নায়ক নিজেই। তারপর? উত্তর মিলবে ২৭ মে। 'চিনেবাদাম'-এর গল্পে।</p> <p>&nbsp;</p> <p><br /><img src="https://ift.tt/dYU8g54" /></p>

from entertainment https://ift.tt/b3rJ2Wy
via IFTTT
LihatTutupKomentar