Satyajit's Film at Cannes: 'কান চলচ্চিত্র উৎসবে' প্রদর্শিত হতে চলেছে সত্যজিৎ রায়ের 'প্রতিদ্বন্দ্বী'

<p><strong>কলকাতা:</strong> এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ (Cannes Film Festival) প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ছবি 'প্রতিদ্বন্দ্বী' (&lsquo;Pratidwandi&rsquo; (The Adversary)। ১৯৭০ সালে তৈরি এই ছবি মূলত সামাজিক অস্থিরতার মধ্যে আটকে পড়া একজন শিক্ষিত মধ্যবিত্ত মানুষের গল্প বলে।</p> <p><strong>'কান'-এ প্রদর্শিত হবে 'প্রতিদ্বন্দ্বী'</strong></p> <p>সম্প্রতি 'জাতীয় চলচ্চিত্র সংরক্ষণাগার' দ্বারা পুনরুদ্ধার করা হয়েছে এই ছবি। এই ছবিটি চলচ্চিত্র উৎসবের 'ক্লাসিক' বিভাগে প্রদর্শিত হবে। তেমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব অপূর্ব চন্দ্র।</p> <p>কিংবদন্তি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার ওপর ভিত্তি করে তৈরি হয় 'প্রতিদ্বন্দ্বী'। ১৯৭১ সালে এই ছবি তিনটি ভারতীয় জাতীয় পুরস্কার পায়। যার মধ্যে শ্রেষ্ঠ পরিচালনার জন্য জাতীয় পুরস্কারও ছিল।&nbsp;</p> <p>ছবিটি ফটো-নেগেটিভ ফ্ল্যাশব্যাকের মতো কৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য পরিচিত। এটি প্রবীণ অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্য়ায়ের প্রথম ছবি যিনি নায়ক সিদ্ধার্থের ভূমিকায় অভিনয় করেছিলেন।</p> <p>সোমবার সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মবার্ষিকীতে অপূর্ব চন্দ্র বলেন, 'ন্যাশনাল ফিল্ম আর্কাইভের কাছে থাকা অন্যান্য চলচ্চিত্রের মতো প্রতিদ্বন্দ্বী সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়েছে। প্রতিভাকে শ্রদ্ধা জানানোর জন্য এটি এ বছর কানে প্রদর্শিত হবে।' আগামী ১৭ থেকে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'।&nbsp;</p> <p>সত্যজিৎ রায়ের 'ক্যালকাটা ট্রিলজি'র প্রথম ছবি 'প্রতিদ্বন্দ্বী'। অন্য দুটি ছবি হল ১৯৭১ সালের 'সীমাবদ্ধ' ও ১৯৭৫ সালের 'দন অরণ্য'। তৎকালীন কলকাতার টালমাটাল অবস্থাকে তুলে ধরে এই তিন ছবি।</p> <p>আরও পড়ুন: <a title="Aparajito: সত্যজিৎ রায়ের জন্মদিনে মুম্বইতে প্রদর্শিত হল অনীক-জিতুর 'অপরাজিত'" href="https://ift.tt/BUZ04Tq" target="_blank" rel="noopener">Aparajito: সত্যজিৎ রায়ের জন্মদিনে মুম্বইতে প্রদর্শিত হল অনীক-জিতুর 'অপরাজিত'</a></p> <p>কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কানের সম্মান ও শ্রদ্ধা তাঁর প্রতি।</p> <p>'সত্যজিৎ রায়ের ১০১তম জন্মদিন এবং শহরে অনুষ্ঠিত সমস্ত চলচ্চিত্র উৎসবের চেয়ে ভাল সময়ে খবরটি আসতে পারত না। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ ভারতীয় চলচ্চিত্রের ধারক ও বাহককে নিখুঁত শ্রদ্ধা জানিয়েছে,' বলছেন অর্জুন দত্ত। পূর্ণিমা পিকচারস, যে সংস্থা 'প্রতিদ্বন্দ্বী' প্রযোজনা করেছিল, তার কর্ণধার অর্জুন ও তাঁর মা।</p>

from entertainment https://ift.tt/MlWFeTa
via IFTTT
LihatTutupKomentar