Saswata on Abhishek: 'বড়পর্দা ছাড়া ম্যাজিক অসম্ভব', অভিষেকের 'বব বিশ্বাস' নিয়ে মুখ খুললেন শাশ্বত

<p><strong>কলকাতা: </strong>করোনা পরিস্থিতি ইন্ডাস্ট্রিকে শিখিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে ছবির মুক্তি। প্রথমে বলিউড, তারপরে টলিউড নতুন ছবি মুক্তির জন্য বেছে নিয়েছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মকে। একজন অভিনেতা হিসেবে দর্শকেরা ওটিটি প্ল্যাটফর্মে তাঁর ছবি দেখবেন, এই ধারণা নিয়ে ঘোর আপত্তি রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee)। শুধু তাঁর ছবি কেন, এই প্রথম অভিষেক বচ্চন (Abhishek Bacchan) অভিনীত 'বব বিশ্বাস' নিয়েও এবিপি লাইভে মুখ খুললেন শাশ্বত।&nbsp;</p> <p>'কাহানি'-র পর থেকে তাঁর নামের সঙ্গে কার্যত জড়িয়ে গিয়েছে বব বিশ্বাস চরিত্রটা। সাদামাটা চরিত্রের নৃশংস সেই খুনিকে যেন এখনও মন থেকে মুছে ফেলতে পারেননি দর্শক। হয়ত তাই হিন্দি ছবি 'বব বিশ্বাস'-এর নাম ভূমিকায় অভিষেক বচ্চনকে মেনে নিতে পারেননি অনেকেই। অনুরাগীরা প্রশ্ন তুলেছিলেন, কেন এই ছবির নাম ভূমিকায় শাশ্বতেকে দেখা গেল না। প্রশ্ন উঠেছিল অভিষেকের অভিনয় নিয়েও। যাবতীয় বিতর্ক সরিয়ে রেখে ছবির জন্য অভিষেককে শুভেচ্ছা জানিয়েই চুপ ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।</p> <p>আরও পড়ুন: <a title="Saswata Chatterjee Exclusive: প্রতি মাসেই একাধিক বাংলা ছবির মুক্তি, শাশ্বত বলছেন, 'অসুস্থ প্রতিযোগিতা'" href="https://ift.tt/LmYeBCl" target="_blank" rel="dofollow noopener">Saswata Chatterjee Exclusive: প্রতি মাসেই একাধিক বাংলা ছবির মুক্তি, শাশ্বত বলছেন, 'অসুস্থ প্রতিযোগিতা'</a>&nbsp;</p> <p>এই প্রথম এবিপি লাইভের সঙ্গে সাক্ষাৎকারে 'বব বিশ্বাস' ছবির প্রসঙ্গ তুললেন শাশ্বত। বললেন, 'সিনেমা ছোটপর্দায় দেখার ফলে মানুষ অনেক সূক্ষ কাজ মিস করে যাচ্ছেন। অনেকেই 'বব বিশ্বাস' ছবিটি নিয়ে অনেক সমালোচনা করেছেন। আমি ছবিটি দেখিনি। আমার করা বব বিশ্বাস ভয়ঙ্কর হয়েছিল কারণ আমার থেকে ১০০ গুণ বড় একটা পর্দায় বিদ্যা বালনের পিছন থেকে অত বড় একটা মুন্ডু বেরিয়েছিল। দর্শকের মনে সেই প্রভাব টেলিভিশনের পর্দায় দেখে কখনও হতে পারে না। ছোটপর্দায় হলে 'কাহানি' আর বব বিশ্বাসের চরিত্রের ম্যাজিকটাই দেখা যেত না। আমার বিশ্বাস, ছোটপর্দায় মুক্তি পেলে কাহানি এই জনপ্রিয়তার জায়গাটা পেতই না। কারণ, কোথায় অভিনেতা চোখের ঠিক কী অভিব্যক্তি দিয়েছেন, ছোটপর্দায় তা দর্শকের পক্ষে বোঝা সম্ভব নয়।'</p>

from entertainment https://ift.tt/31ezwCV
via IFTTT
LihatTutupKomentar