<p><strong>কলকাতা: </strong>বাংলা, হিন্দি আর তেলুগু সামলে, এই একটাদিন সময় বের করতে পেরেছিলেন তিনি। সাদা শার্ট আর ডেনিমে সকাল থেকেই প্রযোজনা সংস্থার অফিসে হাজির তিনি। সাক্ষাৎকার.. প্রচার.. আবার সাক্ষাৎকার.. গোটা দিনের ব্যস্ততা। তবে সেই ব্যস্ততার চিহ্নমাত্র নেই অভিনেতার হাবেভাবে। কাজের ফাঁকে ফাঁকে মিনিট কয়েকের বিরতি পেলেও আড্ডায় জমিয়ে তুলছেন তিনি। এবিপি লাইভের সঙ্গে সাক্ষাৎকারেও রয়ে গেল সেই রেশ। বর্তমান টলিউড ইন্ডাস্ট্রির পরিস্থিতি নিয়ে অকপটে মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।</p> <p>আপাতত দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে তেলুগু ছবির শ্যুটিং করছেন শাশ্বত। আর আগামী ২৭ তারিখ মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'তীরন্দাজ শবর'। করোনা পরিস্থিতির পরে সিনেমাহল স্বাভাবিক ছন্দে ফিরতেই কার্যত ছবি মুক্তির ঢল নেমেছে। পুরনো থেকে নতুন, একের পর ছবি মুক্তি পাচ্ছে প্রায় গোটা মাস জুড়ে। প্রতিযোগিতা বাড়ছে? শাশ্বত বলছেন, 'অসুস্থ প্রতিযোগিতা এটা। এটা ভালো প্রতিযোগিতা বলে আমি মনে করি না। তুমি একটা ভালো ছবি বানিয়েছো, আমিও একটা ভালো ছবি বানিয়ে দেখাব। কিন্তু সেটা দেখানোর জন্য তো আমায় সময়টা দিতে হবে। এখন আমার যে সিনেমাটা পছন্দ, সকাল ৯টায় তার শো থাকে। কে যাবে? এতে কী সিনেমার কোনও উপকার হচ্ছে? আমি জানি না। এভাবে চললে সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। ওটিটিতে মানুষ ছবি দেখবে টেলিফিল্মের মতো।'</p> <p>আরও পড়ুন: <a title="Belashuru Exclusive: গান গেয়ে বাংলাদেশে ডিঙি চালায় কিশোর মইনুদ্দিন, 'বেলাশুরু'-র জন্য সেই সুর খুঁজে আনলেন শিবপ্রসাদরা" href="https://ift.tt/e9iVA1F" target="_blank" rel="dofollow noopener">Belashuru Exclusive: গান গেয়ে বাংলাদেশে ডিঙি চালায় কিশোর মইনুদ্দিন, 'বেলাশুরু'-র জন্য সেই সুর খুঁজে আনলেন শিবপ্রসাদরা</a></p> <p>মুক্তির এক থেকে দুমাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসছে সিনেমা। শাশ্বত বলছেন, 'সবাই খুব নিরাপদে খেলতে চাইছে। এটাই মুশকিল। সিনেমা ইন্ডাস্ট্রি সাবধানে খেলার জায়গা নয়। বড় খেলতে হবে।'</p> <p>খরচ কমাতে বর্তমানে শ্যুটিংয়ের দৈর্ঘ্য লক্ষণীয়ভাবে কমিয়েছে টলিউড। শাশ্বত বলছেন, 'নব্বইয়ের দশকে এই ধারা চলেছিল কিছুদিন। সেটা কিন্তু ভালো ফল দেয়নি। কাউকে ঝুঁকিটা নিতে হবে। বছরে কম ছবি করলেও ভালো ছবি করতে হবে। পরিচালকের পক্ষে এত কম সময়ে ভালো ছবি করা খুব মুশকিল। ঘুরে ফিরে সেই চাপটা অভিনেতার ওপরেও পড়ে। এই ধারা বদলাতে না পারলে সিনেমাহলে লোক ফেরানো মুশকিল হয়ে যাবে।'</p>
from entertainment https://ift.tt/LmYeBCl
via IFTTT
from entertainment https://ift.tt/LmYeBCl
via IFTTT