Partha Ghosh Passes Away: চলে গেলেন বাচিকশিল্পী পার্থ ঘোষ

<p><strong>সঞ্চয়ন মিত্র, কলকাতা:</strong> ফের আবৃত্তি জগতে নক্ষত্র পতন। প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ (Partha Ghosh)। ২০২১ সালের ২৬ অগাস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী গৌরী ঘোষের (Gouri Ghosh)। আর আজ বাচিক শিল্পে আরও এক অন্ধকার দিন। শিল্পীর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই নেমে এসেছে শোকের ছায়া।&nbsp;</p> <p><strong>প্রয়াত পার্থ ঘোষ</strong></p> <p>শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাচিকশিল্পী পার্থ ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে জানা যাচ্ছে, কয়েকদিন আগে অসুস্থতার কারণে হাওড়ার বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ বাচিকশিল্পীকে। গলায় অস্ত্রোপচার হয়। তারপর তিনি সুস্থই ছিলেন। আজ ভোরে হঠাৎই কার্ডিয়াক অ্যারেস্ট হয়। নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই সকাল ৭টা ৩৫ মিনিটে মৃত্যু হয় পার্থ ঘোষের। হাসপাতাল থেকে দমদমের বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ। এরপর সেখান থেকে আজই নিমতলা শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।</p> <p>গত বছরের ২৬ অগাস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী বাচিকশিল্পী গৌরী ঘোষের। রেডিওয় উপস্থাপক হিসেবে পেশাজীবন শুরু হয় আবৃত্তিকার দম্পতির। দীর্ঘ দিন তাঁরা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন। এবার পার্থ ঘোষের প্রয়াণে একটি যুগের অবসান হল।</p> <p>আরও পড়ুন: <a title="Belashuru Exclusive: অভিনয় শেষ করে স্বাতীলেখা বলতেন, 'সবাই কি খুব নিন্দা করবে আমার?'" href="https://ift.tt/NEWK85n" target="_blank" rel="noopener">Belashuru Exclusive: অভিনয় শেষ করে স্বাতীলেখা বলতেন, 'সবাই কি খুব নিন্দা করবে আমার?'</a></p> <p><strong>২০২১ সালে প্রয়াত হন গৌরী ঘোষ</strong></p> <p>গৌরী ঘোষের মৃত্যুতে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://ift.tt/8qOkZG4" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>। শোকবার্তায় তিনি লেখেন, বিশিষ্ট বাচিকশিল্পী গৌরী ঘোষের প্রয়াণে তিনি গভীর শোকাহত। মুখ্যমন্ত্রী লিখেছিলেন, প্রয়াত গৌরী ঘোষের &nbsp;অনবদ্য আবৃত্তি মননশীল শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। দীর্ঘদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রের উপস্থাপিকা-ঘোষিকা হিসাবে কাজ করেছেন গৌরীদেবী। মুখ্যমন্ত্রী এও জানান, পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সদস্য গৌরী ঘোষকে রাজ্য সরকার ২০১৮ সালে &lsquo;কাজী সব্যসাচী সম্মান&rsquo; প্রদান করে। তাঁর প্রয়াণকে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি হিসেবে চিহ্নিত করেন মুখ্যমন্ত্রী।&nbsp;</p>

from entertainment https://ift.tt/rwVcDkE
via IFTTT
LihatTutupKomentar