Nusrat Jahan: নুসরত জাহান নিখোঁজ? সন্ধান পাওয়া যাচ্ছে না তাঁর?

<p style="text-align: justify;">কলকাতা: নানা সময়ে খবরের শিরোনামে থাকেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। কখনও তাঁর ব্যক্তিগত জীবন থাকে চর্চায়। কখনও আবার বিতর্কিত মন্তব্য করে আলোচনার বিষয়ে থাকেন। তবে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে সারাক্ষণই সক্রিয় থাকতে দেখা যায় নুসরত জাহানকে। নানা ক্যামেরাবন্দি মুহূর্ত তিনি শেয়ার করেন সেখানে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার মধ্যেই আজ হঠাৎই শোনা গেল নিখোঁজ নুসরত জাহান! কী হয়েছে অভিনেত্রীর?</p> <p style="text-align: justify;"><strong>নুসরত জাহানের নামে নিখোঁজ পোস্টার-</strong></p> <p style="text-align: justify;">এবার নিখোঁজের পোস্টার পড়ল বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের নামে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেই পোস্টারে লেখা রয়েছে, প্রচারে তৃণমূলের কর্মীবৃন্দ। আর এই নিখোঁজ পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকার চাঁপাতলায় তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরত জাহানের নামে এই পোস্টার পড়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতের অন্ধকারেই এই পোস্টার লাগান হয়েছে। স্থানীয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বক্তব্য, সাংসদ নুসরত জাহানকে এলাকায় দেখতে না পেয়েই দলের কর্মীদের একাংশ ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। তাঁদেরই কেউ এই পোস্টার দিয়ে থাকতে পারেন। এই প্রসঙ্গে চাঁপাতলার তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত প্রধান হুমায়ূন রেজা চৌধুরী বলেন, 'শুনতে পেয়েছি সেখানে লেখা রয়েছে তৃণমূল কর্মীবৃন্দ। যাক সেই পোস্টারগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি।'</p> <p style="text-align: justify;">[yt]https://www.youtube.com/watch?v=wLilAmmnFFY[/yt]</p> <p style="text-align: justify;">হাতে গরম ইস্যু পেয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। কটাক্ষ করেছে বিজেপি এবং সিপিআইএম। বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি এবং বিজেপির যুব মোর্চা পলাশ সরকার এই প্রসঙ্গে বলেন, 'টিকটক জীবন, ব্যক্তিগত জীবন ছাড়াও বসিরহাটের সাংসদ হিসেবে অন্তরাল জীবন থেকে পুরনায় সাংসদ হিসেবে বসিরহাটে ফিরে আসুন এই প্রার্থনা করি।' উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন বলেন, 'বসিরহাটের মানুষ আমফান বলুন, করোনা বলুন যেকোনও প্রাকৃতিক দুর্যোগ যা হয়েছে, এই সমস্ত দুর্যোগে আজকে স্থানীয় সাংসদকে মানুষ খুঁজে পাচ্ছে না।' এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ নুসরত জাহানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Shilpa Shetty: চোখ ধাঁধানো অবতারে নেট দুনিয়ায় ফিরলেন শিল্পা শেট্টি" href="https://ift.tt/BjXt52o" target="">Shilpa Shetty: চোখ ধাঁধানো অবতারে নেট দুনিয়ায় ফিরলেন শিল্পা শেট্টি</a></strong></p>

from entertainment https://ift.tt/z7gZLNE
via IFTTT
LihatTutupKomentar