<p style="text-align: justify;">কলকাতা: নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা এবং পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। তাঁর পরিচালিত আগামী ছবির নাম 'গোপনে মদ ছাড়ান' (Gopone Mod Charan)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন ছবির ঘোষণা করে তিনি জানিয়েছেন যে, এটাই হতে চলেছে বাংলা ভাষার প্রথম সিঙ্গল শট সিনেমা। অভিনব ঘোষ প্রযোজিত ছবি 'গোপনে মদ ছাড়ান'-এ পরিচালক হিসেবে দেখা যাবে তথাগত মুখোপাধ্যায়কে।</p> <p style="text-align: justify;"><strong>'গোপনে মদ ছাড়ান'-</strong></p> <p style="text-align: justify;">এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'গোপনে মদ ছাড়ান'-এর ঘোষণা করেছেন অভিনেতা, পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ছবির একটি পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, 'সিনেমার ভাষায় নতুন অভিঘাত তৈরির উদ্দেশে আমাদের সিনেমা 'গোপনে মদ ছাড়ান'। বাংলা ভাষায় প্রথম সিঙ্গল শট সিনেমার অভিজ্ঞতা হতে চলেছে 'গোপনে মদ ছাড়ান'। এগারো জন দক্ষ অভিনেতা আর তাদের আলাদা আলাদা গল্পের জটিল গতিতে এই অসংবেদনশীল সময়ের এক রোলার কোস্টার রাইড 'গোপনে মদ ছাড়ান'। যেখানে নিছক ক্যামেরাও অভিনেতাদের মতোই এক চরিত্র হয়ে উঠেছে। আ ড্রিমস অন সেল প্রোডাকশন। শুরু হচ্ছে প্যাচপ্যাচে গরমে রগরগে সিনেমা।' ছবিতে অভিনয় করতে দেখা যাবে সোহম মজুমদার, সৌম্য মুখোপাধ্যায়, ঋষভ বসু, সম্রাট মুখোপাধ্যায়কে। এই ছবি দিয়েই বড় পর্দায় পা রাখবেন রুকমা রায় এবং মেঘা চৌধুরি।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/sS0ir73> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Top Entertainment News Today: বিনোদনের জগতের হালহকিকত জেনে নিন এক ক্লিকে" href="https://ift.tt/QhOZk9l" target="">Top Entertainment News Today: বিনোদনের জগতের হালহকিকত জেনে নিন এক ক্লিকে</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, অভিনেত্রী দেবলীনা দত্তর সঙ্গে তথাগত মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্কের নানা টানাপোড়েন চলার মাঝেই কয়েকদিন আগে সমুদ্র ভ্রমণের ছবি পোস্ট করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। সমুদ্র তটে কারও সঙ্গে তাঁকে হেঁটে বেড়াতে দেখা যায়। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সমুদ্র ভ্রমণের নানা ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। আর সেই ছবি দেখেই টলিউডে গুঞ্জন, তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গেই ছুটি কাটাচ্ছেন বিবৃতি। যদিও তাঁদের পক্ষ থেকে এই প্রসঙ্গে কোনও বক্তব্য পেশ করা হয়নি।</p>
from entertainment https://ift.tt/2YDxivp
via IFTTT
from entertainment https://ift.tt/2YDxivp
via IFTTT