Mir Afsar Ali: সারমেয় দত্তক নেওয়ার আর্জি মীরের, কুৎসিত মন্তব্য নেটিজেনের

<p style="text-align: justify;">কলকাতা: সারমেয় দত্তক নেওয়ার আর্জি নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন টলিউড তারকা মীর (Mir)। আর সেই পোস্টেই নেটিজেনদের একাংশ তাঁকে ট্রোল করার পাশাপাশি কুৎসিত মন্তব্যও করেন। তবে, মীরের এই সংবেদনশীল আর্জিকে সম্মান জানিয়ে এবং সমর্থন করেও বহু মানুষ কমেন্ট করেছেন। ভালোবাসা জানিয়েছেন।</p> <p style="text-align: justify;"><strong>মীরের পোস্টে নেটিজেনের কুৎসিত মন্তব্য-</strong></p> <p style="text-align: justify;">এদিন টলিউড তারকা মীর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সারমেয় সন্তানদের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে সাধারণ মানুষ, অনুরাগীদের উদ্দেশে বিশেষ একটি পোস্ট করেছেন। তাঁর পোস্ট সারমেয় সন্তান দত্তক (Puppy Adoption Camp) নেওয়ার জন্য। ছোট্ট ছোট্ট সারমেয় সন্তানদের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে মীর লেখেন, 'কলকাতায় এই রবিবার একটি পাপ্পি অ্যাডপশন ক্যাম্প হচ্ছে। আমাদের শহরে এরকম একটা উদ্যোগ খুব একটা হয় না। তাই আমি খুব খুশি। আমার কোলে যে দুটো বাচ্চা রয়েছে, তাদের মধ্যে একজনের নাম পিন্টু। অন্যজনের নামকরণ হয়নি এখনও। দিন না দেখে মিষ্টি একটা নাম। একটা হাত নেই। ছানাটা খুবই অসহায়। শেল্টার হোমে থাকে। পারলে আমিই ওকে অ্যাডপ্ট করে নিতাম। কিন্তু আমার আগে থেকেই একটা বিড়াল কন্যা রয়েছে। তা সেই ক্যাম্পটা এই রবিবার অর্থাৎ ৮ মে। আমি থাকব। ওদের পাশে ওদের জন্য। পারলে এই বার্তা আরও কিছু মানুষের কাছে পৌঁছে দেবেন প্লিজ। লোকে একটু জানুক। বাকি ডিটেলস এই পোস্টের সঙ্গে দেওয়া পোস্টারে আছে। অনেক ধন্যবাদ। সবার জন্য ভালোবাসা।'</p> <p style="text-align: justify;">[fb]https://www.facebook.com/100044432139431/posts/577120057112394/[/fb]</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="X=Prem Release Date: জানা গেল কবে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের 'এক্স=প্রেম'" href="https://ift.tt/S6AeYiu" target="">X=Prem Release Date: জানা গেল কবে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের 'এক্স=প্রেম'</a></strong></p> <p style="text-align: justify;"><strong>মীরের জবাব-</strong></p> <p style="text-align: justify;">মীরের পোস্টে যেমন নেটিজেনদের একাংশ তাঁকে সমর্থন করে নিজেদের পোষ্যর ছবি শেয়ার করেছেন। কেউ কেউ আবার তাঁকেই পোষ্য দত্তক নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে, কুৎসিত মন্তব্যও করেছেন কেউ কেউ। এক নেট নাগরিক তাঁকে কমেন্টে লেখেন যে, 'আপনার মতোই দেখতে লাগছে।' তবে, এই মন্তব্যেরও বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে সটান ছক্কা হাঁকিয়েছেন মীর। তিনি সেই নেট নাগরিককে কমেন্টের উত্তরে লেখেন, 'আমি অত্যন্ত ভাগ্যবান। বিশ্বাস করুন। আমি সবসময় মিষ্টি হওয়ার চেষ্টা করি'।</p>

from entertainment https://ift.tt/pRLGZ6r
via IFTTT
LihatTutupKomentar