Madhuri Dixit in Bollywood: বলিউডে মাধুরী দীক্ষিতের সাফল্যের রহস্য ফাঁস

<p style="text-align: justify;">মুম্বই: বলিউডে প্রায় সাড়ে তিন দশক অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। নানা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কমেডি হোক কিংবা সিরিয়াস, দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। কীভাবে এত বছর ধরে বলিউডে সাফল্যের সঙ্গে অভিনয় করে চলেছেন মাধুরী দীক্ষিত? কেরিয়ারের শুরুর দিকে কিছুটা স্ট্রাগল করতে হলেও পরবর্তীকালে তাঁর বলিউড কেরিয়ারে সাফল্যই সাফল্য। এর পিছনে রহস্য কী? মাদার্স ডে উপলক্ষে সেই রহস্য ফাঁস করলেন খোদ অভিনেত্রী।</p> <p style="text-align: justify;"><strong>মাধুরী দীক্ষিতের বলিউডে সাফল্যের রহস্য-</strong></p> <p style="text-align: justify;">মাদার্স ডে উপলক্ষে এক অনুষ্ঠানে টিসকা চোপড়ার সঙ্গে কথাবার্তা বলছিলেন মাধুরী দীক্ষিত। কথাবার্তার মধ্যেই তিনি সেই রহস্য ফাঁস করলেন। জানালেন, কীভাবে তিনি এত বছর ধরে সাফল্যের সঙ্গে বলিউডে কাজ করে চলেছেন। মাধুরী জানান, কেরিয়ারের শুরুর দিকে তিনি নিজেই নিশ্চিত ছিলেন না যে তাঁর সিদ্ধান্ত সঠিক হচ্ছে কিনা। তিনি বলিউডে কাজ করে যাবেন কিনা, সে সম্পর্কেও দ্বিধায় ভুগছিলেন। সেই সময় তাঁর পাশে দাঁড়ান তাঁর মা। মাধুরী বলেন, 'যে সময়ে আমি দ্বিধা দ্বন্দ্বে ভুগছি, সেই সময় মা আমাকে বলেন যে, পরিশ্রম করে যেতে আর মন দিয়ে কাজ করে যেতে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও নিজের মনের কথা শোনার পরামর্শ দেন মা। আমার উপর বিশ্বাস ছিল মায়ের। জীবনের সমস্ত পরিস্থিতিতে আমি মাকে পাশে পেয়েছি।'</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Project K: অমিতাভ-প্রভাসের 'প্রোজেক্ট কে'-তে যোগ দিলেন এই বলি নায়িকা" href="https://ift.tt/REPbuTB" target="">Project K: অমিতাভ-প্রভাসের 'প্রোজেক্ট কে'-তে যোগ দিলেন এই বলি নায়িকা</a></strong></p> <p style="text-align: justify;">মাধুরী দীক্ষিত আরও বলেন, 'আমি খুব কম বয়স থেকেই অভিনয় জীবন শুরু করি। কিন্তু তা প্রশ্নের মুখে পড়ে যখন ব্যর্থ হতে থাকি। পরবর্তীকালে 'তেজাব'-এর বিপুল সাফল্যের পর পরিবর্তন আসে আমার কেরিয়ারে। একের পর এক ভালো ছবি করতে থাকি। তাই আজ এতবছর পরও আমি বলব হাল না ছেড়ে শুধু ভালো কাজ করে যেতে হবে। হতে পারে সাফল্য আসতে কিছুটা সময় নিচ্ছে। কিন্তু ভালো কাজের কোনও বিকল্প নেই। ফল আসবেই।' প্রসঙ্গত, শীঘ্রই মুক্তি পাবে মাধুরী দীক্ষিতের ছবি 'মাজা মা'। ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।</p>

from entertainment https://ift.tt/gTc9bix
via IFTTT
LihatTutupKomentar