<p style="text-align: justify;">মুম্বই: ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। আমির খান প্রোডাকশনসের (Aamir Khan Productions) পক্ষ থেকে আগেই জানান হয়েছিল যে, চলতি আইপিএলের ফাইনালের (IPL 2022) মাঝেই মুক্তি পাবে 'লাল সিং চা়ড্ডা' ছবির ট্রেলার। যেমন কথা তেমন কাজ। গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের খেলার মাঝেই মুক্তি পেল এই ছবি ট্রেলার। চমক দেওয়া বরাবরের পছন্দ আমির খানের। তেমনই চলতি বছর <a title="আইপিএল" href="https://ift.tt/xL1eyTM" data-type="interlinkingkeywords">আইপিএল</a> ফাইনালের মাঝেই এই ছবির ট্রেলার প্রকাশ্যে এল। এক সাধারণ মানুষের অসাধারণ জার্নির গল্প নিয়ে আসছে 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। ট্রেলার তারই কিছু ঝলক দেখা গেল।</p> <p style="text-align: justify;"><strong>'লাল সিং চাড্ডা' ছবির ট্রেলার- (Laal Singh Chaddha Trailer)</strong></p> <p style="text-align: justify;">আমির খান প্রোডাকশনসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও 'লাল সিং চাড্ডা' ছবির ট্রেলার পোস্ট করা হয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আমির খান এবং করিনা কপূর খানকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিংহ। এই ছবির এক বিদেশী ছবি ফরেস্ট গাম্পের অফিশিয়াল রিমেক। </p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/WkoQ6Fq> <p style="text-align: justify;">প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে বারবার পিছিয়ে গিয়েছে 'লাল সিং চাড্ডা' ছবির মুক্তি। একাধিকবার এই ছবির মুক্তির দিন পরিবর্তন করা হয়েছে। যদিও শেষবার আমির খান প্রোডাকশনসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিবৃতি দিয়ে জানান হয় যে, সঠিক সময়ে ছবির কাজ শেষ করতে না পারার জন্যই ছবির মুক্তি পিছিয়ে যাচ্ছে। তার পাশাপাশি প্রভাস, কৃতী শ্যানন, সেফ আলি খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ'-এর সঙ্গে একইদিনে মুক্তি চায়নি 'লাল সিং চাড্ডা' নির্মাতারা। </p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="MakeUp Artist Death: মেকআপ আর্টিস্টের রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ" href="https://ift.tt/fUX6usM" target="">MakeUp Artist Death: মেকআপ আর্টিস্টের রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ</a></strong></p> <p style="text-align: justify;">সদ্য কয়েকদিন আগেই 'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি' মুক্তি পায়। মাত্র কয়েক ঘণ্টাতেই নজরকাড়া ভিউ হয় এই গানের। প্রীতমের সুরে 'কাহানি' গানটি গেয়েছেন মোহন কান্নন। ছবি মুক্তির আগে গানে মজে অনুরাগীরা। তাঁরা কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন। কোনও নেট নাগরিক লিখেছেন, 'অনেকদিন পর এত মন ভালো করা গান শুনলাম। মনে হচ্ছে যেন ১০ বছর পিছিয়ে গিয়েছি।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'মন যেন মুগ্ধ হয়ে গেল। গানের সুরের সঙ্গে কথার কী অসাধারণ মেলবন্ধন। অমিতাভ ভট্টাচার্যের লেখা এই গান খুব সুন্দরভাবে দৃশ্যায়িত হয়েছে। আর প্রীতমের সুর নিয়ে নতুন করে আর কী বলব। অসাধারণ।'</p>
from entertainment https://ift.tt/8YNlRHC
via IFTTT
from entertainment https://ift.tt/8YNlRHC
via IFTTT