Kartik Aaryan: কলকাতায় কার্তিক আরিয়ান, হাওড়া ব্রিজে ট্যাক্সির মাথায় চড়ে বললেন 'আমি যে তোমার'

<p style="text-align: justify;">কলকাতা: 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তির পর বলিউডে কার্যত খরা চলছিল। মুক্তি পাওয়া কোনও ছবিই তারপর আর বিশেষ উল্লেখযোগ্য ব্যবসা করতে পারেন। 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2) ছবির হাত ধরে ফের লাভের মুখ দেখছে বলিউড। দ্বিতীয় সপ্তাহের শেষেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। আর এবার ছবি প্রচারে কলকাতায় (Kolkata) এলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। হাওড়া ব্রিজে (Howrah Bridge) ব্যস্ত সময়ে হলুদ ট্য়াক্সির মাথায় চড়ে বসলেন অভিনেতা। তার সঙ্গে বললেন বাংলায় কথাও।</p> <p style="text-align: justify;"><strong>কলকাতায় কার্তিক আরিয়ান-</strong></p> <p style="text-align: justify;">'ভুলভুলাইয়া টু' ছবির প্রচারে বলিউড তারকা কার্তিক আরিয়ান কলকাতায় আসবেন, তা আগেই জানা গিয়েছিল। এবার নেট দুনিয়ায় তাঁর ছবি ভাইরাল হল। ছবির প্রচারের পাশাপাশি 'ভুলভুলাইয়া টু' ছবির গান 'আমি যে তোমার'-এর লঞ্চের জন্য মূলত কলকাতায় আসেন অভিনেতা। সম্প্রতি নেট দুনিয়ায় তাঁর যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজে হলুদ ট্যাক্সির মাথায় চড়েছেন তিনি। আর তাঁকে ঘিরে রয়েছেন অনুরাগী থেকে ছবি শিকারীরা। কার্তিক আরিয়ান নিজেও এই ছবি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'ওহ কলকাতা, আমি যে তোমার। আইকনিক হলুদ ট্যাক্সি এবং আইকনিক হাওড়া ব্রিজ।' নীল জিনস, সাদা টি শার্ট তার উপর জ্যাকেটে অভিনেতার স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ছিল।&nbsp;</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/fEcrSig> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/XomTjZK> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Dhaakad: 'ভুলভুলাইয়া টু'-এর দাপটে চূড়ান্ত ব্যর্থ 'ধাকড়', বিক্রি হল মাত্র এই ক'টা টিকিট!" href="https://ift.tt/nxMcF9a" target="">Dhaakad: 'ভুলভুলাইয়া টু'-এর দাপটে চূড়ান্ত ব্যর্থ 'ধাকড়', বিক্রি হল মাত্র এই ক'টা টিকিট!</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে 'ভুলভুলাইয়া টু' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, 'সগর্বে এগিয়ে চলেছে 'ভুলভুলাইয়া টু'। নতুন প্রতিদ্বন্দ্বীদের দ্বারা কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়েই একশো কোটির ক্লাবের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবার পর্যন্ত এই ছবির ব্যবসা হয়েছে ৯৮.৫৭ কোটি টাকা।' প্রসঙ্গত, 'ভুলভুলাইয়া টু' ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী এবং তব্বুকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র প্রমুখ অভিনেতারা।</p>

from entertainment https://ift.tt/7wDaHUy
via IFTTT
LihatTutupKomentar