<p><strong>কলকাতা:</strong> কখনও এক ধাক্কায় বয়স কমিয়ে স্কুলের পোশাক, কখনও আবার ভিড়ের মধ্যে খুঁজে ফেরা প্রিয় মানুষকে। প্রতিযোগীদের কাছে রোজই নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে স্টার জলসার ধারাবাহিক 'ইসমার্ট জোড়ি'। আর এই সপ্তাহে সুপারহিট ছবির নায়কদের মতো সেজে মঞ্চে নাচের তালে পা মেলালেন 'জোড়ি'-রা। আর সেখানে সবার নজর কাড়লেন সুদীপ মুখোপাধ্যায় আর তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তী। </p> <p>'পুষ্পা-দ্য রাইস' ছবির বিখ্যাত সংলাপ, 'পুষ্পা.. নাম শুনকে ফ্লাওয়ার সমঝা হ্যায় কেয়া..'-বলে মঞ্চে আসেন সুদীপ। আর তারপরে স্ত্রী পৃথার সঙ্গে জনপ্রিয় 'শ্রীভল্লি'-র তালে পা মিলিয়ে মঞ্চ জমিয়ে দেন তাঁরা। মঞ্চে উপস্থিত সবাই তাঁদের নাচে মুগ্ধ। সঞ্চালক জিৎ-ও বাহবা দেন তাঁদের। </p> <p>সুদীপ-পৃথার সুখী গৃহকোণের বহু অজানা দিক ইতিমধ্যেই উঠে এসেছে ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে। সুদীপ আগেই ফাঁস করেছিলেন পৃথার আগেও অন্য একজনের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি, তবে সেই দাম্পত্য টেকেনি। বিয়ে ভাঙার যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়ার সময় হাঁটুর বয়সী পৃথার সঙ্গে আলাপ তাঁর।</p> <p>আরও পড়ুন: <a title="Top Entertainment News Today: শাহরুখ পুত্রের ক্লিনচিট, ফের অভিনেত্রীর রহস্যময় মৃত্যু, বিনোদনের সারাদিন" href="https://ift.tt/Eq3iSIa" target="_blank" rel="dofollow noopener">Top Entertainment News Today: শাহরুখ পুত্রের ক্লিনচিট, ফের অভিনেত্রীর রহস্যময় মৃত্যু, বিনোদনের সারাদিন</a></p> <p>ফেসবুকের মাধ্যমে আলাপ দু'জনের। এরপর ওডিসি নৃত্যশিল্পীর পৃথার শো দেখতে পৌঁছে যান সুদীপ। এরপর শুরু বন্ধুত্ব আর প্রেমের পর্ব। দুজনের বয়সের ফারাক ২৪ বছর। তবুও প্রেম কি আর বয়সের বাধা মানে? ডিভোর্সি সুদীপকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল পৃথা। সুদীপের এটা দ্বিতীয় বিয়ে হলেও পৃথার এটাই ছিল প্রথম বিয়ে। স্বভাবতই এই বিয়েতে শুরুতে মত ছিল না পৃথার পরিবারের। সেই গল্প ফাঁস হল রবিবার ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে।</p> <p>এর আগেও 'ইসমার্ট জোড়ি'-র মঞ্চে নজর কেড়েছিল 'বাদামকাকু' ভুবন বাদ্যকরের কলকাতা ভ্রমণ। ভুবন বাদ্যকরের স্বপ্ন ছিল কলকাতা ঘুরে দেখার। ইসমার্ট জোড়ির সৌজন্য পূরণ হল তাও। হলুদ ট্যাক্সিতে চড়ে ভিক্টোরিয়া থেকে কুমোরটুলি ঘুরে বেড়ালেন, কামড় বসালেন ফুচকায়। কখনও আবার মেয়ের মুখে তুলে দিলেন আইসক্রিম। একদিনের কলকাতা সফরে স্বপ্নপূরণ বাদামকাকু ভুবনের। চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সেই ভিডিও। সেখানে কুমারটুলিতে গিয়ে প্রণাম করছেন বাদামকাকুর পরিবার, কখনও আবার ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরে দেখছেন শহর কলকাতা।</p>
from entertainment https://ift.tt/jZyFOPL
via IFTTT
from entertainment https://ift.tt/jZyFOPL
via IFTTT