Cannes 2022: 'কান'-এর রেড কার্পেটে হাঁটার আগেই খোওয়া গেল পোশাক, বেকায়দায় পূজা হেগড়ে

<p style="text-align: justify;">নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে 'কান চলচ্চিত্র উৎসব'। হলিউডের তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে সাজ পোশাকে হাজির হচ্ছেন বলিউড তারকারা। ইতিমধ্যেই 'কান চলচ্চিত্র উৎসব'-এ যোগ দিতে দেখা গিয়েছে একাধিক বলিউড তারকাদের। নিজেদের সাজ পোশাকে বিদেশেও তাক লাগাচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চন, দীপিকা পাড়ুকোনরা। তবে, চরম বেকায়দায় পড়লেন 'রাধে শ্যাম' অভিনেত্রী পূজা হেগড়ে। রেড কার্পেটে হাঁটার আগেই খোওয়া গেল তাঁর পোশাক থেকে মেকআপ।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/aSij7YE> <p style="text-align: justify;"><strong>'কান' চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটার আগে বেকায়দায় পূজা হেগড়ে-</strong></p> <p style="text-align: justify;">সম্প্রতি এক সাক্ষাৎকারে বেকায়দায় পড়ার ঘটনা শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। তিনি জানিয়েছেন যে, চলতি বছরই 'কান'-এর মঞ্চে তাঁর আত্মপ্রকাশ। আর প্রথম বছরই অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে যান তিনি। রেড কার্পেটে হাঁটার আগেই খেয়াল করেন, তাঁর ব্যাগ হারিয়ে গিয়েছে। পূজা হেগড়ে বলেন, 'আমাদের সমস্ত পোশাক হারিয়ে যায়। মেকআপ, চুলের সাজ সমস্ত কিছু হারিয়ে যায়। ভাগ্যকে ধন্যবাদ জানাব যে, ভাগ্যিস আমার কাছে কিছু গয়না ছিল। যা আমি ভারত থেকে আসার সময়ে হাত ব্যাগে করে নিয়ে এসেছিলাম। তখন এমন অবস্থা আমাদের যে আমরা কাঁদতেও পারছি না। কারণ, আমাদের কাছে সময় নেই একেবারেই। তবে, আমার থেকে আমার ম্যানেজার বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন। আমি বললাম, ঠিক আছে। যা হওয়ার হয়ে গিয়েছে। এখন এই পরিস্থিতি থেকে বেরতে হবে। পোশাকের একটা ব্যবস্থা করতে হবে।'</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/xpF3PBG> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Bollywood Celebrity Updates: বিবাহবিচ্ছেদ মিটতে না মিটতেই এ কী করলেন সোহেল খানের স্ত্রী সীমা!" href="https://ift.tt/EXqeu8Z" target="">Bollywood Celebrity Updates: বিবাহবিচ্ছেদ মিটতে না মিটতেই এ কী করলেন সোহেল খানের স্ত্রী সীমা!</a></strong></p> <p style="text-align: justify;">তিনি আরও বলেন, 'ওই পরিস্থিতিতে আমার টিমের সদস্যরা নতুন চুলের সাজ, নতুন মেকআপের ব্যবস্থা করতে শুরু করে দিল। আমাদের হাতে শ্বাস নেওয়ারও সময় ছিল না। আমরা ব্রেকফাস্ট করিনি, লাঞ্চ করিনি। মনে আছে, আমি সারাদিনের শেষে একেবারে রাতে সেদিনের প্রথম খাবারটা খেয়েছিলাম। আমার হেয়ার স্টাইলিস্টের ফুড পয়জনিং হয়ে যায়। তারমধ্যেই সে কাজ করে। আজ ওদের জন্যই আমি এখানে আসতে পেরেছি।' এই বছর প্রথম কান-এর রেড কার্পেটে পা রাখলেন অভিনেত্রী পূজা হেগড়ে। হালকা গোলাপি পালকে সাজানো গাউনে মোহময়ী লাগছিল তাঁকে।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/X1FQO9g>

from entertainment https://ift.tt/p9sUuBQ
via IFTTT
LihatTutupKomentar