Bollywood Updates: নোরা ফতেহির সঙ্গে সম্পর্কে? টেরেন্স যা বললেন তাতে জল্পনা বাড়ল আরও

<p style="text-align: justify;">মুম্বই: বলিউডের আনাচে কানাচে কান পাতলেই জোর গুঞ্জন। কোরিওগ্রাফার টেরেন্স লুইসের (Terence Lewes) সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছেন ডান্স ডিভা নোরা ফতেহি (Nora Fatehi)। যদিও দুই তারকা এখনও পর্যন্ত সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। কিন্তু গুঞ্জন প্রসঙ্গে টেরেন্স যা বললেন, তাতে জল্পনা বাড়ল আরও খানিকটা।</p> <p style="text-align: justify;"><strong>নোরা ফতেহির সঙ্গে ডেটিং করছেন টেরেন্স লুইস?</strong></p> <p style="text-align: justify;">কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গে বলিউডের ডান্সিং ডিভা নোরা ফতেহির সুসম্পর্কের কথা অজানা নয় কারও। নানা সময় তাঁরা একসঙ্গে ইনস্টাগ্রাম রিল তৈরি করে থাকেন। পাশাপাশি তাঁরা দুজনেই একটি ডান্স রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে ছিলেন। সেখানেই তাঁদের রসায়ন নজর কাড়ে দর্শকদের। সম্প্রতি শোনা যাচ্ছে একে অপরকে ডেটিং করছেন নোরা এবং টেরেন্স। সম্পর্কের কথা খোলাখুলি এখনও পর্যন্ত স্বীকার করে নেননি কেউই। তবে, সাম্প্রতিক সাক্ষাৎকারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন টেরেন্স লুইস।</p> <p style="text-align: justify;"><strong>ইঙ্গিতপূর্ণ মন্তব্য টেরেন্স লুইসের-</strong></p> <p style="text-align: justify;">সম্প্রতি এক সাক্ষাৎকারে কোরিওগ্রাফার টেরেন্স লুইস বলেন, 'সত্য কথা বলতে কি আমি বহু বার মানুষের মনে দুঃখ দিয়েছি। অঙ্গীকার করি। ভালোবাসতে ভালো লাগে। কিন্তু আমি কাউকে আবদ্ধ করে রাখতে পছন্দ করি না। আমার মনে হয় সত্যিকারের ভালোবাসা স্বাধীনতায় আসে। কেউ কাউকে সম্পূর্ণ করতে পারে না।'</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Varun Dhawan: ঘরে এল সদ্যোজাত সন্তান, খুশির খবর বরুণ ধবনের পরিবারে" href="https://ift.tt/4ku51Pz" target="">Varun Dhawan: ঘরে এল সদ্যোজাত সন্তান, খুশির খবর বরুণ ধবনের পরিবারে</a></strong></p> <p style="text-align: justify;">নোরা ফতেহির সঙ্গে সম্পর্কের কথা সরাসরি জিজ্ঞাসা করায় টেরেন্স লুইস বলেন, 'গোপন কথা গোপনেই থাকতে দিন। অফ ক্যামেরা অবশ্যই বলব।' এর পাশাপাশি তিনি জানান যে, নোরা ফতেহি এবং তিনি খুব ভালো বন্ধু। তাঁদের দুজনের মধ্যে একটা স্বাস্থ্যকর সম্পর্ক রয়েছে। তিনি বলেন, 'আমরা একে অপরের খুব ভালো বন্ধু। অনস্ক্রিন আমাদের কেমিস্ট্রিও খুব ভালো। ও (নোরা ফতেহি) খুব খোলা মনের মেয়ে। আমার ওর এনার্জি এবং পজেটিভ ভাইবস খুব ভালো লাগে। ও অত্যন্ত মিষ্টি মেয়ে। আমাদের মধ্যের সম্পর্কটা স্বাস্থ্যকর। ওর মনে যা আসে ও বলে দেয়। এটাই ওর স্বচ্ছ্বতা প্রমাণ করে।' টেরেন্স লুইসের এই বক্তব্যেই নেটিজেনরা প্রশ্ন তুলছেন, তাহলে কি বলিউডে আরও একটা সম্পর্ক তৈরি হল? টেরেন্স কি আকারে ইঙ্গিতে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন? উত্তর? সময় দেবে।</p>

from entertainment https://ift.tt/aDplKoW
via IFTTT
LihatTutupKomentar