'Bidehi' First Look: কালিম্পঙে জমজমাট শ্যুটিং পর্ব, প্রকাশ্যে 'বিদেহী'র ফার্স্ট লুক

<p><strong>কলকাতা:</strong> কালিম্পঙে (Kalimpong) জমজমাট শ্যুটিং পর্ব। 'বিদেহী'র (Bidehi) শ্যুটিংয়ে ব্যস্ত সায়ন ঘোষ (Sayon Ghosh) ও শ্রেয়া ভট্টাচার্য (Shreya Bhattacharyya)। শ্যুটিং সেট থেকে প্রকাশ্যে এল বেশ কিছু ছবি। চরিত্রদের ফার্স্ট লুকও এল প্রকাশ্যে।</p> <p><strong>কালিম্পঙে শ্যুটিং জমজমাট</strong></p> <p>কালিম্পঙে পৌঁছে গেছে টিম 'বিদেহী'। কালিম্পঙের বিভিন্ন জায়গায় শ্যুটিং শেষ হল 'রুদ্র ফিল্ম' প্রযোজিত সাহিন আখতার পরিচালিত 'বিদেহী' নামক পূর্ণ দৈর্ঘ্যের ছবির। এই ছবির চিত্রনাট্য লিখেছেন সুচন্দন বৈদ্য ও সাহিন আখতার। প্রযোজনা করেছেন অবন্তিকা ঘোষ।</p> <p>ছবির চরিত্রদের প্রথম লুক এল প্রকাশ্যে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সায়ন ঘোষ, শ্রেয়া ভট্টাচার্য, শুভাশিস সিকদার, গোপাল সরকার। অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোমনাথ মণ্ডল, উমা বন্দ্যোপাধ্যায়, পাপিয়া পাল, জিৎ সুন্দর, মধ্যমা হালদার ও তৃষাণ ঘোষ।</p> <p><br /><img src="https://ift.tt/Vc8zfvg" width="265" height="340" /></p> <p><br /><img src="https://ift.tt/2TWHr36" width="266" height="264" /></p> <p><br /><img src="https://ift.tt/YklZJSi" width="267" height="401" /></p> <p>'বিদেহী' ছবিটি বলবে মাতৃত্বের গল্প। দু'জন মায়ের মাতৃত্ব নিয়ে গল্পের প্রেক্ষাপট তৈরি করেছেন পরিচালক। কালিম্পঙের এক দম্পতি সপ্তর্ষি ও মেঘলা। তাঁরা নিজেদের সম্পর্কের টানাপোড়ন থেকে জীবনকে অন্য এক দিশা দিতে ঘুরতে আসে। মেঘলা অনেকদিন থেকে চেষ্টা করেও মা হতে পারে না। আর সেটাই তাঁদের জীবনে সবথেকে বড় সমস্যা হিসেবে দাঁড়ায়।</p> <p>আরও পড়ুন: <a title="'Soch' Movie Update: চলচ্চিত্র উৎসবে হাজির জয়া শীল ঘোষ ও সাহেব চট্টোপাধ্যায়ের 'সোচ'" href="https://ift.tt/Ns4Xx0c" target="_blank" rel="noopener">'Soch' Movie Update: চলচ্চিত্র উৎসবে হাজির জয়া শীল ঘোষ ও সাহেব চট্টোপাধ্যায়ের 'সোচ'</a></p> <p>ছবিতে দেখা যায়, করোনা পরবর্তী সময়ের কারণে তাঁদের হোটেল পেতে সমস্যা হয়। তাঁরা খোঁজ পায় একটা হোম-স্টের। সেটাও মেরামতের জন্য এখন বন্ধ। শুধু দেখাশোনার জন্য এক দম্পতি কানহাইয়া ও মাধুরী থাকে। এই মাধুরী সন্তানসম্ভবা। সপ্তর্ষি ও মেঘলা সেই হোম-স্টেতে এসে থাকতে শুরু করে। তারপর সেখানে যে মাতৃত্ব ও রহস্যের জাল বুনেছেন পরিচালক তা নিয়েই গল্পের আসল বিষয় আবর্তিত হয়।&nbsp;</p> <p>পরিচালক সাহিন আখতার তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা নিয়ে খুবই আশাবাদী। পরিচালকের কথায়, কিছু গল্প না বলে, শুধু দেখে অনুভব করতে হয়। আশা করি দর্শকদের&nbsp; এই ছবি খুব ভাল লাগবে।</p>

from entertainment https://ift.tt/zLYPIcp
via IFTTT
LihatTutupKomentar