Bhool Bhulaiyaa 2: কার্তিক আরিয়ানের 'জিগ-জ্যাগ' স্টাইলে নেচে ফের ভাইরাল কিলি পল

<p style="text-align: justify;">মুম্বই: নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2) ছবির টাইটেল ট্র্যাক 'তেরি আঁখে ভুলভুলাইয়া' (Teri Aankhe Bhool Bhulaiyaa)। প্রথম ছবিতেও এই গানের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। আর সিক্যুয়েলে এই গানটিকেই রিমেক করে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। এই গানে সবথেকে বেশি যে অংশটা ভাইরাল হয়েছে, তা অবশ্যই কার্তিক আরিয়ানের জিগ-জ্যাগ স্টাইল। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা সকলেই এই গানে রিল ভিডিও তৈরি করছেন। আর এবার কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) 'জিগ-জ্যাগ' (ZigZag Step) স্টাইলে ডান্স করে ফের ভাইরাল হলেন ইন্টারনেট সেনসেশন কিলি পল (Kili Paul)।</p> <p style="text-align: justify;"><strong>ফের ভাইরাল কিলি পল-</strong></p> <p style="text-align: justify;">এদিন ইন্টারনেট সেনসেশন কিলি পল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রিল ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে তাঁকে 'ভুলভুলাইয়া টু' ছবির টাইটেল ট্র্যাকে কার্তিক আরিয়ানের 'জিগ-জ্যাগ' স্টাইলে ডান্স করতে দেখা যাচ্ছে। ভিডিও শেয়ার করে ছবিটি দেখার কথাও বলেছেন কিলি পল।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/uahKkMY> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/Ifrt7SO> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Vicky Kaushal: মাতৃদিবসে বিয়ের নানা অদেখা ছবি প্রকাশ্যে আনলেন ভিকি কৌশল" href="https://ift.tt/ZPcXpdD" target="">Vicky Kaushal: মাতৃদিবসে বিয়ের নানা অদেখা ছবি প্রকাশ্যে আনলেন ভিকি কৌশল</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, আপাতত নিজের আগামী ছবি 'ভুল ভুলাইয়া ২'-এর প্রচারে ব্যস্ত কার্তিক আরিয়ান। শ্রোতারাও মন দিয়েছেন নতুন ছবির নতুন টাইটেল ট্র্যাককে। এই রেশের মধ্যেই সম্প্রতি এক কাণ্ড ঘটালেন অভিনেতা। শুক্রবার রাতে, মুম্বইয়ের একের পর এক চারটি ভিন্ন নাইটক্লাবে হাজির হন কার্তিক। স্বাভাবিকভাবেই প্রিয় তারকাকে সামনে পেয়ে অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ মানছিল না। সেখানে গিয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত গানে অনুরাগীদের সঙ্গে পা মিলিয়েছেন কার্তিক আরিয়ান। এমনই বেশ কিছু ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের সঙ্গে গানের 'জিগজ্যাগ স্টেপ' থেকে শুরু করে সেলফি তোলা, সবই করতে দেখা যাচ্ছে অভিনেতাকে। বিভিন্ন পাবে যাওয়ার পথে নিজের গাড়িতে বসে একটি ছবিও পোস্ট করেন অভিনেতা। সামনের রিয়ার ভিউ আয়নায় তাঁর চোখ দেখা যায় শুধু, ক্যাপশনে লেখেন, 'তেরি আঁখে ভুল ভুলাইয়া'।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/sCT3uDg>

from entertainment https://ift.tt/xAFB97J
via IFTTT
LihatTutupKomentar