Belashuru: মুক্তির আগেই 'হাউজফুল', বাংলায় 'বেলাশুরু' পিছনে ফেলল 'ভুল ভুলাইয়া ২', 'ধাকড়' কেও?

<p><strong>কলকাতা: </strong>মুক্তির আগেই হাউজফুল 'বেলাশুরু' (Belashuru)! অন্তত 'বক্স অফিস বেঙ্গল'-এর সদ্য করা ট্যুইট বলছে সেই কথাই। ৪ দিন আগে থেকেই খুলে দেওয়া হয়েছিল ছবির অগ্রিম বুকিং পদ্ধতি। আগামীকাল মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'বেলাশুরু'।</p> <p>'বেলাশুরু' মুক্তির দিনই মুক্তি পাচ্ছে আরও দুটি হিন্দি ছবি। কার্তিক আরিয়ান (Kartik Aryaan)-কিয়ারা আডবাণী (Kiara Advani) ও তব্বু অভিনীত 'ভুল ভুলাইয়া ২' (Bhool Bhoolaiya 2) ও কঙ্গনা রানাউত (Kangana Ranaut) অভিনীত 'ধাকড়' (Dhakkad)। কিন্তু বাংলার বক্স অফিস কালেশনের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, ব্য়বসার দৌড়ে এই দুই ছবিকেই পিছনে ফেলে দিয়েছে উইন্ডোজ-এর 'বেলাশুরু'! 'বক্স অফিস বেঙ্গল'-এর পেজ থেকে সদ্য করা ট্যুইটে বলা হচ্ছে, ২০ টি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই 'বেলাশুরু'-র প্রায় সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমনকি বাংলার একটি প্রেক্ষাগৃহ ইতিমধ্যেই হাউজফুল। প্রসঙ্গত, বেলাশুরু ও ভুল ভুলাইয়া ২, এই দুইটি সিক্যুয়াল।</p> <p>আরও পড়ুন: <a title="Koushani Birhday: 'আশা করি মায়ের গর্ব হবে', জন্মদিনে ২০০০ মানুষের খাবারের আয়োজন করলেন কৌশানি" href="https://ift.tt/8kN0KZe" target="_blank" rel="dofollow noopener">Koushani Birhday: 'আশা করি মায়ের গর্ব হবে', জন্মদিনে ২০০০ মানুষের খাবারের আয়োজন করলেন কৌশানি</a></p> <p>অন্যদিকে, এই ট্যুইটের দাবি অনুযায়ী, বাংলায় এখনও পর্যন্ত কোনও প্রেক্ষাগৃহেই হাউজফুল হয়নি 'ভুলভুলাইয়া ২'। ১৪টি হলে অবশ্য অধিকাংশ টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। অগ্রিম বুকিংয়ের দৌড়ে বাংলায় এখনও শূন্য কঙ্গনার 'ধাকড়'।</p> <p>পিভিআরের ম্যানেজার উজ্জল বিশ্বাস বলছেন, 'বেলাশুরু নিয়ে মানুষের মধ্যে উদ্দীপনা ছিলই। তারই প্রভাব পড়তে বক্স অফিসে। মুক্তির আগেই বক্স অফিসে ছাপ ফেলতে শুরু করেছে 'বেলাশুরু'। এখনও পর্যন্ত ব্যবসার অঙ্ক আন্দাজ করা সম্ভব না হলেও, টিকিট ফুরিয়ে আসছে খুব দ্রুত।'</p> <p>'বেলাশুরু'-র ট্রেলার মুক্তির দিন শিবপ্রসাদ বলেছিলেন, ট্রেলার মুক্তি নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) বললেন, 'প্রায় আড়াই বছর অপেক্ষার পরে আমি আর নন্দিতাদ বেলাশেষে-র আরেক প্রেমের সিক্যুয়াল বেলাশুরু নিয়ে আসছি। স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) আর সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আমাদের মধ্যে নেই। তবে এই ছবির মধ্যে দিয়েই আমরা তাঁদের স্মরণ করব। ওঁদের না থাকার মধ্যেই আমরা ওঁদের থাকাকে অনুভব করব।'</p> <p>[tw]</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Box Office Update: <br /><br />Belashuru - 20FF, 1H<br />Bhool Bhulaiyaa 2 - 14FF <br />Dhaakad - 0 <br /><br />FF - Fast Filling<br />H - Housefull <br /><br />Bangla cinema takes the lead! Congratulations <a href="https://twitter.com/WindowsNs?ref_src=twsrc%5Etfw">@WindowsNs</a> 👌<a href="https://twitter.com/hashtag/Belashuru?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Belashuru</a> <a href="https://twitter.com/hashtag/BhoolBhulaiya2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BhoolBhulaiya2</a> <a href="https://twitter.com/hashtag/Dhaakad?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Dhaakad</a> <a href="https://twitter.com/hashtag/KolkataOccupancy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KolkataOccupancy</a></p> &mdash; Box Office Bengal (@OfficeBengal) <a href="https://twitter.com/OfficeBengal/status/1527330588834680832?ref_src=twsrc%5Etfw">May 19, 2022</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> [/tw]</p>

from entertainment https://ift.tt/IBft9lc
via IFTTT
LihatTutupKomentar