<p style="text-align: justify;">কলকাতা: আগামী ১৭ মে মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক সৌভিক কুণ্ডুর আগামী ছবি 'আয় খুকু আয়'-এর (Aye Khuku Aye)। কিন্তু সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে তিনি জানিয়েছেন যে ১৭ মে-র পরিবর্তে এই ছবি মুক্তি পাবে আগামী ১৭ জুন। প্রেক্ষাগৃহে 'আয় খুকু আয়' মুক্তি পাওয়ার আগে একাধিক অভিনব উপায়ে ছবির প্রচার চলছে। সম্প্রতি রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) এবং কোয়েল মল্লিকের (Koel Mallick) বাবা-মেয়ের মিষ্টি সম্পর্কের মিষ্টি ভিডিও পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।</p> <p style="text-align: justify;"><strong>বাবা-মেয়ের মিষ্টি সম্পর্কের ভিডিও-</strong></p> <p style="text-align: justify;">এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, বাড়ির সামনে বসে বসে লুকিয়ে লুকিয়ে থালায় করে মিষ্টি খাচ্ছেন রঞ্জিত মল্লিক। কিন্তু মেয়ের চোখকে ফাঁকি দেবেন কী করে! ঠিক দেখে ফেলেন কোয়েল। আর দেখতে পেলেই এসে বাবাকে বকাবকি শুরু। তারপর মিষ্টির থালা নিয়ে সটান ভিতরে চলে যান। ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, 'মেয়েরাও মাঝে মাঝে বকা দেয়। কারণ, মেয়েরাও মায়ের স্নেহে আগলে রাখে তাদের বাবাদের।' প্রসঙ্গত, 'আয় খুকু আয়' ছবিটি বাবা-মেয়ের মিষ্টি সম্পর্কের উপর নির্ভর করে তৈরি। এই ছবিতে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দ্বিতিপ্রিয়া রায়কে। আর এই ছবিরই অভিনব প্রচারে সামিল হতে দেখা গেল রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিককে।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Cannes 2022: 'কান'-এর রেড কার্পেটে হাঁটার আগেই খোওয়া গেল পোশাক, বেকায়দায় পূজা হেগড়ে" href="https://ift.tt/p9sUuBQ" target="">Cannes 2022: 'কান'-এর রেড কার্পেটে হাঁটার আগেই খোওয়া গেল পোশাক, বেকায়দায় পূজা হেগড়ে</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে আয় খুকু আয়' (Aye Khuku Aye) -এর প্রথম টাইটেল ট্র্যাক। শুধু কী তাই? সেখানেই এই প্রথম দর্শক দেখেছিল নতুন ছবিতে রাফিয়াথ রশিদ মিথিলার লুক। ডুরে শাড়ি, হাতখোঁপা আর লাল টিপে মিথিলা যেন 'মায়ের মতো ভাল'। গানের সুরেও যেমন মাদকতা রয়েছে, তেমনই জড়িয়ে রয়েছে মায়া, ভালোবাসা আর এক বাবা মেয়ের সম্পর্কের গল্প।</p>
from entertainment https://ift.tt/sf8Vb9y
via IFTTT
from entertainment https://ift.tt/sf8Vb9y
via IFTTT