Akshay Kumar: করোনা আক্রান্ত অক্ষয় কুমার, হাজির থাকতে পারবেন না কান উৎসবে

<p><strong>কলকাতা: </strong>করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন অভিনেতা নিজেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অক্ষয় লিখেছেন, ' কান ২০২২ সালে আমাদের সিনেমাকে নিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমি করোনা আক্রান্ত হয়েছি। বাকি আর কিছু বলার প্রয়োজন নেই। এখন আমি বিশ্রাম নেব। অনুরাগ ঠাকুরকে অনেক শুভেচ্ছা আমি কান-এ থাকতে পারব না। মিস করব।'</p> <p>সদ্য মুক্তি পেয়েছে চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত পিরিয়ড ড্রামা 'পৃথ্বীরাজ' (Prithviraj) ছবির ট্রেলার।&nbsp; নির্ভীক এবং পরাক্রমশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে, ছবিটি তৈরি হয়েছে। এটি মূলত ফোকাস করবে কীভাবে কিংবদন্তি যোদ্ধা নির্দয় আক্রমণকারী মহম্মদ ঘোরীর বিরুদ্ধে বীরের মতো লড়াই করেছিলেন। নিজের দেশ, নিজের মাটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। ট্রেলার সেই গল্পের ছোঁয়া স্পষ্ট। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। মানুষী চিল্লার বড়পর্দায় ডেবিউ করছেন এই ছবির হাত ধরে। তাঁকে পৃথ্বীরাজের প্রেমিকা রাজকুমারী সংযুক্তার চরিত্রে দেখা যাবে।&nbsp;</p> <p>আরও পড়ুন: <a title="Mamata Shankar Exclusive: 'প্রথমবার শেষের কবিত পড়ে মনে হয়েছিল, অমিত সৌমিত্রদা ছাড়া আর কেউ হতে পারে না'" href="https://ift.tt/9fRyqF2" target="_blank" rel="dofollow noopener">Mamata Shankar Exclusive: 'প্রথমবার শেষের কবিত পড়ে মনে হয়েছিল, অমিত সৌমিত্রদা ছাড়া আর কেউ হতে পারে না'</a></p> <p>তবে এই প্রথম নয়, গত বছরের এপ্রিলেও করোনায় আক্রান্ত হয়েছিলেন অক্ষয়। করোনার ঢেউয়ের পরে এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। সমস্ত প্রেক্ষাগৃহ খুলে গিয়েছে, একের পর এক ছবি মুক্তিও পাচ্ছে। কিন্তু ইতিমধ্যে অক্ষয় কুমারের করোনা আক্রান্ত হওয়ার খবর যেন ফের একবার মনে করিয়ে দিল, এখনও সতর্কতা অবলম্বন জরুরি।</p> <div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle"> <div class="uk-text-center"> <div id="div-gpt-ad-1617272736135-0" class="ad-slot"> <div>দেশে করোনায় (Corona) ফের বাড়ল দৈনিক আক্রান্ত (Daily Case) ও মৃত্যুর সংখ্যা (Daily Death Toll)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৮৪১। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৯। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ২০১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ১৯ হাজার ১১২।&nbsp; একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩৫৫ জন। দৈনিক অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ হাজার ৯৬। দৈনিক পজিটিভিটি রেট ০.৫৯ শতাংশ।</div> <div>&nbsp;</div> <div>[tw] <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">Was really looking forward to rooting for our cinema at the India Pavilion at <a href="https://twitter.com/hashtag/Cannes2022?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Cannes2022</a>, but have sadly tested positive for Covid. Will rest it out. Loads of best wishes to you and your entire team, <a href="https://twitter.com/ianuragthakur?ref_src=twsrc%5Etfw">@ianuragthakur</a>. Will really miss being there.</p> &mdash; Akshay Kumar (@akshaykumar) <a href="https://twitter.com/akshaykumar/status/1525498033873510401?ref_src=twsrc%5Etfw">May 14, 2022</a></blockquote> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> [/tw]</div> </div> </div> </div>

from entertainment https://ift.tt/x8HeLUE
via IFTTT
LihatTutupKomentar