<p><strong>কলকাতা:</strong> টিভিতে প্রথমবাব 'বব বিশ্বাস' (Bob Biswas) অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। সোহিনী (Sohini Sarkar) ও রণজয়ের (Ranojoy Bishnu) সম্পর্কে কি ছেদ? আজ গোটা দিন বিনোদনের কোন কোন খবর নজর কাড়ল? বিনোদনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর জেনে নিন এক ঝলকে।</p> <p><strong>টিভিতে প্রথমবার অভিষেক বচ্চনের 'বব বিশ্বাস'</strong></p> <p>ক্রাইম থ্রিলার 'বব বিশ্বাস' (Bob Biswas) ছবিটি ওটিটি প্ল্যাটফর্মের পর এবার দেখা যেতে চলেছে টেলিভিশনে। গত বছর ৩ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় অভিষেক বচ্চনের বহু প্রতীক্ষিত ছবি 'বব বিশ্বাস'। জানা যাচ্ছে, আগামী ৩০ এপ্রিল জি সিনেমায় দেখা যাবে 'বব বিশ্বাস'। সূত্রের খবর, ভারতীয় সময়ে রাত সাড়ে ৯টায় প্রিমিয়র হবে এই ছবি। </p> <p><strong>বলিউডে পা রাখতে চলেছেন সচিন-কন্যা সারা?</strong></p> <p>বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন সচিন কন্যা সারা তেন্ডুলকর। কিছুদিন আগেই বনিতা সাঁধু ও তানিয়া শ্রফের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যদিও সচিন তেন্ডুলকর কিংবা সারা তেন্ডুলকর অথবা বলিউড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। </p> <p><strong>'ভুল ভুলাইয়া টু' ট্রেলার</strong></p> <p>অপেক্ষার অবসান। আজ নেট মাধ্যমে মুক্তি পেল 'ভুল ভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2) ছবির ট্রেলার। মাত্র তিন মিনিটের ট্রেলারেই গায়ে কাঁটা দেওয়া এই ছবির ট্রেলার দেখে নেট নাগরিকদের মত, 'সম্পূর্ণ ছবি তো এখনও বাকি'। প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। আগামী ২০ মে মুক্তি পাবে এই ছবি।</p> <p><strong>রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ বিবেক ওবেরয়</strong></p> <p>সিনেমা হলের পর এবার ওয়েব প্ল্যাটফর্মেও রাজত্ব করতে আসছেন রোহিত শেট্টি। তাঁর আগামী ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর ঘোষণা আগেই হয়েছে। সিদ্ধার্থ মলহোত্র, শিল্পা শেট্টির পর এবার রোহিত শেট্টির ওয়েব সিরিজে দেখা যাবে বলিউড তারকা বিবেক ওবেরয়কে। এদিন রোহিত শেট্টি এবং বিবেক ওবেরয় (Vivek Oberoy) দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ওয়েব সিরিজে ফার্স্ট লুক শেয়ার করেছেন। </p> <p><strong>সোহিনী-রণজয়ের সম্পর্কে ছেদ?</strong></p> <p>একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে একাধিক ফটোশ্যুট। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে ছবি প্রায়ই দেখা যায়। তাঁরা সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু। এমন অবস্থায় সোমবার রাতের দিকে করা সোহিনী সরকারের ইনস্টাগ্রাম স্টোরি জল্পনা সৃষ্টি করেছে। তিনি একটি পোস্টে লেখেন, 'একা এবং আমি এর প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছি।' তার কিছুক্ষণ আগে আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তিনি। লেখেন, 'বেঁচে আছি বলেই ভুল শুধরে নেব, না হলে পরে অন্যায় হবে।' তাহলে ফের বিচ্ছেদের খবর মিলতে চলেছে টলিউডে? যদিও রণজয়ের নাম কোথাও উল্লেখ করেননি অভিনেত্রী।</p> <p><strong>ট্যুইঙ্কল খন্নার গল্প থেকে সিনেমা</strong></p> <p>অভিনেত্রী-লেখিকা ট্যুইঙ্কল খন্নার (actress-turned-author Twinkle Khanna) বই থেকে গল্প নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা। ট্যুইঙ্কল খন্নার ২০১৬ সালের অ্যান্থলজি 'দ্য লেডেন্ড অফ লক্ষ্মী প্রসাদ' (The Legend of Lakshmi Prasad) থেকে নেওয়া ছোটগল্প 'সলাম নোনি আপ্পা' (Salaam Noni Appa) এবার আসছে সিনেমা হয়ে। এই কাজ নিয়ে বেশ উত্তেজিত ছবির পরিচালক সোনল দেবরাল।</p> <p><strong>'বড় যুদ্ধ' জয় ছবি মিত্তলের</strong></p> <p>সম্প্রতি ধরা পড়ে অভিনেত্রী ছবি মিত্তল স্তন ক্যানসারে (Breast Cancer) আক্রান্ত। সোমবার তাঁর অস্ত্রোপচার হয়। এখন তিনি 'ক্যানসার মুক্ত' (Cancer Free)। মারণ রোগকে জয় করেছেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সঙ্গে সেই সুসংবাদ ভাগ করে নেন অভিনেত্রী। হাসপাতালের বেডে শুয়ে একটি ছবি পোস্ট করেন। অজস্র মানুষের কাছে অনুপ্রেরণা তিনি। </p> <p>আরও পড়ুন: <a title="Paran Bandyopadhyay on Kishmish: দেব-রুক্মিণীকে শুভেচ্ছা জানাতে 'কাকা ইজ ব্যাক'!" href="https://ift.tt/0MbNtD4" target="_blank" rel="noopener">Paran Bandyopadhyay on Kishmish: দেব-রুক্মিণীকে শুভেচ্ছা জানাতে 'কাকা ইজ ব্যাক'!</a></p> <p><strong>নেটফ্লিক্সে গঙ্গুবাঈ</strong></p> <p>বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও হাজির হয়েছে গঙ্গুবাঈ। দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। সম্প্রতি ছবির নির্মাতারা সোশ্য়াল মিডিয়ায় একাধিক 'বিহাইন্ড-দ্য-সিন' ভিডিও শেয়ার করেন। ওটিটি মুক্তি উদযাপনের জন্য বিভিন্ন গানের শ্যুটিংয়ের দৃশ্য সামনে আনা হয়।</p>
from entertainment https://ift.tt/d4mVjJC
via IFTTT
from entertainment https://ift.tt/d4mVjJC
via IFTTT