Laal Singh Chaddha First Song: প্রকাশ্যে আমির-করিনার 'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি'

<p style="text-align: justify;">মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর আজ নেট দুনিয়ায় মুক্তি পেল আমির খান (Aamir Khan) ও করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) আগামী ছবি 'লাল সিং চাড্ডা'র (Lal Singh Chaddha) নতুন গান। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে 'লাল সিং চাড্ডা' ছবির নতুন গান 'কাহানি' (Kahani) পোস্ট করা হয়। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। তার আগে নতুন গানে আপ্লুত নেট নাগরিকরা।</p> <p style="text-align: justify;"><strong>'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি'-</strong></p> <p style="text-align: justify;">এদিন নেট দুনিয়ায় পোস্ট করা হয় 'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি'। মাত্র কয়েক ঘণ্টাতেই নজরকাড়া ভিউ হয় এই গানের। প্রীতমের সুরে 'কাহানি' গানটি গেয়েছেন মোহন কান্নন। ছবি মুক্তির আগে গানে মজে অনুরাগীরা। তাঁরা কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন। কোনও নেট নাগরিক লিখেছেন, 'অনেকদিন পর এত মন ভালো করা গান শুনলাম। মনে হচ্ছে যেন ১০ বছর পিছিয়ে গিয়েছি।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'মন যেন মুগ্ধ হয়ে গেল। গানের সুরের সঙ্গে কথার কী অসাধারণ মেলবন্ধন। অমিতাভ ভট্টাচার্যের লেখা এই গান খুব সুন্দরভাবে দৃশ্যায়িত হয়েছে। আর প্রীতমের সুর নিয়ে নতুন করে আর কী বলব। অসাধারণ।'</p> <p style="text-align: justify;">[yt]https://www.youtube.com/watch?v=2zMZYjKWZkY[/yt]</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Bollywood Celebrities Update: রানি থেকে করিনা, পর্দায় যে বলি নায়িকারা আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন" href="https://ift.tt/t6Ms5bN" target="">Bollywood Celebrities Update: রানি থেকে করিনা, পর্দায় যে বলি নায়িকারা আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, করোনা পরিস্থিতি ও আরও নানা কারণে বেশ কয়েকবার পিছিয়ে গিয়েছে 'লাল সিং চাড্ডা'। গত ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। দিন কয়েক আগেই আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে লেখা রয়েছে, 'পরিকল্পনা মতো 'লাল সিং চাড্ডা' ছবি আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে না। কারণ, আমরা সঠিক সময়ে ছবির কাজ শেষ করতে পারিনি। ছবিটি আগামী ১১ অগাস্ট বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। পাশাপাশি আমরা শ্রী ভূষণ কুমার, টি সিরিজ, ওম রাউত এবং 'আদিপুরুষ' ছবির গোটা টিমকে হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা ওঁদের ধন্যবাদ জানাতে চাই আমাদের সহায়তা করার জন্য এবং সঠিক বোঝাপড়ার জন্য। প্রভাস, সেফ আলি খান, কৃতী শ্যানন, অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ'-এর মুক্তির দিন বদল করার জন্য তাঁদের অনেক ধন্যবাদ। এবার আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে পারে 'লাল সিং চাড্ডা'।&nbsp;</p>

from entertainment https://ift.tt/fW0B9eT
via IFTTT
LihatTutupKomentar