Karan-Bipasha Anniversary: ষষ্ঠ বিবাহবার্ষিকী কীভাবে উদযাপন করলেন বিপাশা বসু?

<p style="text-align: justify;">মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি বিপাশা বসু (Bipasha Basu) এবং কর্ণ সিংহ গ্রোভারের (Karan Singh Grover) বিবাহিত জীবন ষষ্ঠ বর্ষ পূর্ণ করল। আজ তাঁদের বিবাহবার্ষিকী (Karan Bipasha Wedding Anniversary)। আর বিবাহবার্ষিকী উপলক্ষে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন দুই তারকা। দুই তারকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই সেখানে দেখা যাচ্ছে বিয়ের ভিডিও। পাশাপাশি বিবাহবার্ষিকী উদযাপনেরও নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নিয়েছেন তাঁরা।</p> <p style="text-align: justify;"><strong>কর্ণ-বিপাশার বিবাহবার্ষিকী-</strong></p> <p style="text-align: justify;">এদিন বলিউড অভিনেত্রী বিপাশা বসু তাঁর সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে ষষ্ঠ বিবাহবার্ষিকীতে বিয়ের সিঁদুরদানের ভিডিও শেয়ার করে নিয়েছেন। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ''ধন্যবাদ কর্ণ সিংহ গ্রোভার আমার মুখে এবং চোখে হাসি ফোটানোর জন্য। যেদিন থেকে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, আমার জীবন উজ্জ্বল হয়েছে। এই মুহূর্তে আমি তোমায় ভালোবাসি এবং এই ভালোবাসা চিরকাল থাকবে।''</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/MGizt8q> <p style="text-align: justify;">বিবাহবার্ষিকী উদযাপনেরও ভিডিও শেয়ার করে নিয়েছেন বিপাশা বসু। দুই তারকাকে কেক কাটতে দেখা যাচ্ছে সেই ভিডিওতে। সঙ্গে রয়েছেন তাঁদের বেশ কিছু বন্ধু ও প্রিয়জনেরা।&nbsp;</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/TFflCkw> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Box Office: প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'হিরোপন্তি ২' এবং 'রানওয়ে ৩৪'?" href="https://ift.tt/jEAotxD" target="">Box Office: প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'হিরোপন্তি ২' এবং 'রানওয়ে ৩৪'?</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বিাপাশা বসুর মা হতে চলার গুঞ্জন শোনা যাচ্ছে। কিছুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হোলি সেলিব্রেশনের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। কোনও ছবিতে তাঁকে হাতে রং মেখে দেখা যাচ্ছে। আবার কোনও ছবিতে স্বামী কর্ণ সিংহের সঙ্গে রোম্যান্টিক মেজাজে। কিন্তু তিনি যে ভিডিও পোস্ট করেছেন, তাতে নেটিজেনরা লক্ষ করছেন অভিনেত্রী হালকা বেবি বাম্প। আর তাতেই তাঁর মা হতে চলার জল্পনা আরও খানিকটা বাড়ল। সম্প্রতি তিনি এবং কর্ণ সিংহ রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানেও পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। তার সঙ্গে নেট নাগরিকদের নজর এড়ায়নি অভিনেত্রী ঢিলাঢালা পোশাক।</p>

from entertainment https://ift.tt/dnu28Pj
via IFTTT
LihatTutupKomentar