<p><strong>মুম্বই: </strong>বলিউডে যদি বিতর্ক হয়, তবে কঙ্গনা রানাউতের নাম হামেশাই জড়ায় তাতে। আর আজ, তাঁর নতুন ছবি 'ধাকড়' এর ট্রেলার রিলিজের আগে পরিচালক কর্ণ জোহর (Karan Johar) সম্পর্কে ফের বিস্ফোরক কঙ্গনা রানাউত (Kangana Ranaut)!</p> <p><strong>কর্ণকে আক্রমণ কঙ্গনার</strong></p> <p>অ্যামাজনে প্রাইম ভিডিওকে নেটফ্লিক্সের সঙ্গে তুলনা করে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে কঙ্গনা দাবি করেন, নেটফ্লিক্সের চেয়ে ভালো কাজ করছে অ্যামাজনে প্রাইম। বেশি মানুষ দেখছে। সদ্য মুম্বইতে একটি তারকাখচিত পার্টি দিয়েছিলেন কর্ণ। সেখানে হাজির ছিলেন নেটফ্লিক্সের সিইও। সেই পার্টির প্রসঙ্গ তুলে কঙ্গনা কর্ণকে 'ফিকে হয়ে আসা নব্বইয়ের দশকের পরিচালক' বলে আক্রমণ করেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan) সহ একাধিক তারকা। </p> <p>আরও পড়ুন: <a title="বলিউডের ইতিহাসের গল্প শোনাতে 'জুবলি' নিয়ে আসছেন প্রসেনজিৎ" href="https://ift.tt/K7r08gN" target="_blank" rel="dofollow noopener">বলিউডের ইতিহাসের গল্প শোনাতে 'জুবলি' নিয়ে আসছেন প্রসেনজিৎ</a></p> <p>আজ মুক্তি পেয়েছে কঙ্গনার নতুন ছবি 'ধাকড়'-এর ট্রেলার। ‘ধাকড়’ ছবিতে কঙ্গনাকে দেখা যাবে এক সিক্রেট এজেন্টের ভূমিকায়। ছবিতে তাঁর নাম অগ্নি। যেমন নাম চারিত্রিক বৈশিষ্টও তেমন! সিনেমার পয়লা ঝলকেই আগুন ঝরালেন অগ্নি অবতারে কঙ্গনা। ট্রেলারে দেখা গেল, অগ্নি তাঁর রিংমাস্টারের যোগ্য শিষ্য। ভারতে এক মানবপাচার ব়্যাকেট জাল ছড়িয়েছে। যার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয় এক কয়লাখনি থেকে। অন্ধকার জগতের সেই মানবপাচার ব়্যাকেটের মূলচক্রীকে শেষ করার আদেশ এসেছে অগ্নির কাছে। রিংমাস্টারের নির্দেশেই অগ্নি কাজে নেমে পড়ে।</p> <p>হিন্দি, মালায়ালাম, তামিল এবং তেলেগু এই চারটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবি নিয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা আগেই বলেছিলেন, 'এটা এমন একটি দুরন্ত গল্প, যা সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত এবং 'ধাকড়' একাধিক ভাষায় মুক্তি পাবে এটা ঘোষণা করতে পরে আমি ভীষণ খুশি । আমি দর্শকদের এজেন্ট অগ্নির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। অগ্নি তার রাগ, সাহস এবং শক্তি দিয়ে তাদের মন মাতিয়ে দেবে ৷ " ছবিটি পরিচালনার দায়িত্ব রয়েছে পরিচালক রজনীশ গাজির উপর ৷</p>
from entertainment https://ift.tt/V1usWLo
via IFTTT
from entertainment https://ift.tt/V1usWLo
via IFTTT