<p><strong>কলকাতা: </strong>কোথায় বৈরিতা, প্রতিযোগীতা? দুই নায়কের মধ্যে কেবলই বন্ধুত্ব আর খুনসুটি। জিৎ-এর (Jeet) সঞ্চালনায় 'ইসমার্ট জোড়ি' (Ishmart Jodi)-র মঞ্চে হাজির দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'কিশমিশ' (Kishmish)। সেই সূত্রেই প্রেমের মঞ্চে হাজির ছিলেন তিনি। আর সেখানেই খুনসুটিতে মাতলেন দুই নায়ক। </p> <p><strong>দেব-জিতের খুনসুটি</strong></p> <p>একদিন আগে পরেই মুক্তি পাচ্ছে দেবের ছবি 'কিশমিশ' আর জিৎ-এর ছবি 'রাবণ'। বারংবার দেব বার্তা দিয়েছেন, প্রতিযোগিতা নয়, বরং বাংলা ছবির স্বার্থেই লড়ছেন দুই নায়ক। ইসমার্ট জোড়ির মঞ্চেও চোখে পড়ল সেই বন্ধুত্ব। মঞ্চে হাজির দেব-রুক্মিণীকে একটি খেলা খেলতে বলেন জিৎ। একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতে হবে পলক না ফেলে। দেব বলেন, এই খেলা নাকি হামেশাই খেলেন দেব আর রুক্মিণী। আর সবসময় রুক্মিণীও জিতে যান। </p> <p>এই খেলার পুরস্কারও ঠিক করে দেন জিৎ। বলেন, যে জিতবে সে অপর পক্ষের থেকে চুম্বন পাবে। রুক্মিণী তখন প্রস্তাব দেন, তিনি আর দেব নয়, এই খেলা খেলুক জিৎ আর দেব। জিৎ তখন বলেন, হাতে বা গালে নয়, চুম্বন করলে তিনি দেবের ঠোঁটেই করবেন। জিৎতের প্রস্তাব শুনে হেসে ফেলেন সকলেই।</p> <p>আরও পড়ুন: <a title=" 'ঝলমল করার কারণ', জুটিতে আদুরে ছবি শেয়ার ঋতাভরীর" href="https://ift.tt/UkdOzMc" target="_blank" rel="dofollow noopener"> 'ঝলমল করার কারণ', জুটিতে আদুরে ছবি শেয়ার ঋতাভরীর</a></p> <p>এরপর, রুক্মিণী হাঁ করে দেখলেন, গোলাপ ফুল হাতে এগিয়ে এলেন জিৎ। দেবকে জড়িয়ে সটান চুমু। তবে ঠোঁটে নয়, শেষমেশ চুমুটা গালেই খেলেন যদিও। তার পর দেব যখন ছাড়া পেলেন দেখা গেল তাঁর মুখ লজ্জায় লাল।</p> <p>দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে 'কিশমিশ' ছবির গান 'কান্না'। অভিনেতা দেবের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। কেউ কমেন্টে লিখেছেন, 'আগের দেব দা আর নেই। এখনকার দেব দা অনেক বুঝে গল্প বাছাই করছেন। দেখে ভালো লাগলো। সত্যি প্রতিটি ছবি থেকে নতুন কিছু পাচ্ছি। অনবদ্য।' আবার কেউ লিখেছেন, 'যাক দেখে ভালো লাগছে যে বাংলা সিনেমা আবার তার সেই পুরনো ঐতিহ্যের জায়গাটা ফিরে আনার চেষ্টা করছে। নতুন নতুন কনসেপ্ট নিয়ে। গত কয়েকটা সিনেমাতে দেবের অন্য ধরনের অভিনয় দেখে সত্যি ভালো লাগছে।'</p>
from entertainment https://ift.tt/CupwRkI
via IFTTT
from entertainment https://ift.tt/CupwRkI
via IFTTT