<p style="text-align: justify;">মুম্বই: বলিউড (Bollywood) অভিনেত্রীরা পর্দায় নানারকমের চরিত্রে অভিনয় করে থাকেন। কখনও দেখা যায় চিকিৎসকের চরিত্রে, কখনও ইঞ্জিনিয়ারের চরিত্রে। কখনও সাংবাদিকের চরিত্র তো কখনও শিক্ষিকার চরিত্রে। পর্দায় আইনজীবীর (Lawyer) চরিত্রে বলিষ্ঠ অভিনয় করে ছবিকে আরও জনপ্রিয় করে তুলেছেন বহু নায়িকা। রানি মুখোপাধ্যায় থেকে করিনা কপূর খানকে দেখা গিয়েছে আদালতের সওয়াল জবাবে। দেখে নেওয়া যাক বলিউডের সেরা পাঁচ এমন নায়িকাকে, যাঁরা পর্দায় আইনজীবীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।</p> <p style="text-align: justify;">১. রানি মুখোপাধ্যায়- শাহরুখ খান, প্রীতি জিন্টা অভিনীত 'বীর জারা' ছবিতে আইনজীবীর চরিত্রে দেখা যায় রানি মুখোপাধ্যায়কে (Rani Mukerji)। তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল 'সামিয়া সিদ্দিকি'। লভ স্টোরি 'বীর জারা'য় বীর এবং জারার হ্যাপি এন্ডিংও হয় তাঁরই জন্য।</p> <p style="text-align: justify;">২. রিচা চাড্ডা- 'সেকশন ৩৭৫' ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় বলিউড অভিনেত্রী রিচা চাড্ডাকে (Richa Chaddha)। উল্টোদিকে সওয়াল জবাব করতে দেখা যায় অক্ষয় খন্নাকে। দুই তারকার কোর্টরুম দৃশ্য বহুদিন মনে রাখবেন দর্শকেরা।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Raavan Vs Kishmish: একইদিনে মুক্তি পাচ্ছে 'রাবণ' ও 'কিশমিশ', নেট দুনিয়ায় জিৎ-দেব অনুরাগীদের জোরদার লড়াই" href="https://ift.tt/jakoq4d" target="">Raavan Vs Kishmish: একইদিনে মুক্তি পাচ্ছে 'রাবণ' ও 'কিশমিশ', নেট দুনিয়ায় জিৎ-দেব অনুরাগীদের জোরদার লড়াই</a></strong></p> <p style="text-align: justify;">৩. ইয়ামি গৌতম- কেরিয়ারের শুরু থেকে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। তবে 'বাট্টি গুল মিটার চালু' ছবিতে আইনজীবী গুলনার রিজভির চরিত্রে ইয়ামি গৌতম অভিনয় করে দর্শকদের মন জিতে নেন।</p> <p style="text-align: justify;">৪. শ্রিয়া পিলগাঁওকর- অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া 'গিল্টি মাইন্ডস' ছবিতে আইনজীবীর চরিত্রে উল্লেখযোগ্য অভিনয় করেন শ্রিয়া পিলগাঁওকর।</p> <p style="text-align: justify;">৫. করিনা কপূর খান- অক্ষয় কুমার, প্রিয়ঙ্কা চোপড়া এবং করিনা কপূর খান অভিনীত 'অ্য়ায়েতরাজ' ছবির কথা বহুদিন পর্যন্ত মনে থাকবে দর্শকদের। এই ছবিতে খলনায়িকার চরিত্রে যত ভালো অভিনয় করেন প্রিয়ঙ্কা চোপড়া। আইনজীবীর চরিত্রে ততটাই ভালো অভিনয় করে দর্শকদের মন জিতে নেন করিনা কপূর খান।</p>
from entertainment https://ift.tt/OaNkIF3
via IFTTT
from entertainment https://ift.tt/OaNkIF3
via IFTTT