<p style="text-align: justify;">মুম্বই: বলিউডে খুব শীঘ্রই মুক্তি পাবে ধনুশের আগামী ছবি 'আতরঙ্গী রে' (Atrangi Re)। এই ছবিতে ধনুশের (Dhanush) সঙ্গে দেখা যাবে বলিউডের দুই তারকা অক্ষয় কুমার (Akshay Kumar) এবং সারা আলি খানকে (Sara Ali Khan)। পরিচালক আনন্দ এল রাইয়ের ছবিতে তিনজনকে আলাদা আলাদা এবং আকর্ষণীয় চরিত্রে দেখা যাবে। সম্প্রতি 'আতরঙ্গী রে' ছবির প্রোমোশনে গিয়েছিলেন ধনুশ এবং সারা আলি খান। সেখানেই এক ফোটোগ্রাফার অভিনেতাকে তামিল ভাষায় কিছু বলার অনুরোধ করে বসেন। ফোটোগ্রাফারের এমন আবদারে কী করলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা?</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Rajinikanth Birthday: নিজের কোন বিশেষ প্রিয় মানুষের জায়গায় রজনীকান্তকে রাখেন ঐশ্বর্য রাই?" href="https://ift.tt/3IFuvFX" target="">Rajinikanth Birthday: নিজের কোন বিশেষ প্রিয় মানুষের জায়গায় রজনীকান্তকে রাখেন ঐশ্বর্য রাই?</a></strong></p> <p style="text-align: justify;">বলিউডে আগেও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা ধনুশ। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর হিন্দি ছবি 'আতরঙ্গী রে'। ছবির প্রোমোশনের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন অভিনেতা। সম্প্রতি তেমনই এক জায়গায় 'আতরঙ্গী রে' ছবির প্রোমোশনের জন্য গিয়েছিলেন ধনুশ এবং সারা আলি খান। আর সেখানেই এক ফোটোগ্রাফার অভিনেতার কাছে আবদার করে বলেন, 'স্যর দক্ষিণী ভাষায় কিছু বলুন না।' সেই মুহূর্তে ফোটোগ্রাফারের কথা বুঝতে না পেরে ধনুশ প্রশ্নটা ফের জিজ্ঞাসা করেন। ফোটোগ্রাফার তখন তাঁকে তামিল ভাষায় কিছু বলার জন্য অনুরোধ করেন। ধনুশ উত্তরে বলেন, 'ভেনাক্কম'। যার অর্থ হ্যালো। দক্ষিণী অভিনেতার এমন ব্যবহারে খুশি সারা আলি খান। তিনিও হাত জোড় করে ফোটোগ্রাফারদের নমস্কার জানান।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3rWxmnY> <p style="text-align: justify;">'আতরঙ্গী রে' ছবির প্রোমোশনে অনেকেই ধনুশকে দক্ষিণী ভাষায় কিছু বলার অনুরোধ করতে থাকেন। অভিনেতাও বিন্দুমাত্র বিরক্ত না হয়ে তাঁদের আবদার মেটান। আর অভিনেতার এমন ব্যবহারেই খুশি নেট নাগরিকরা। অনেক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ধনুশ একেবারেই মাটির মানুষ।' প্রসঙ্গত, পরিচালক আনন্দ এল রাইয়ের আগামী ছবি 'আতরঙ্গী রে'তে অক্ষয় কুমার এবং সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ধনুশ। আগামী ২৪ ডিসেম্বর ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3pMrJWN>
from entertainment https://ift.tt/3rZzzzi
via IFTTT
from entertainment https://ift.tt/3rZzzzi
via IFTTT