Vicky Kaushal-Katrina Kaif Wedding: ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে বিস্ফোরক সলমন খানের বোন

<p style="text-align: justify;">মুম্বই: সলমন খানের (Salman Khan) পরিবারের সঙ্গে ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) ঘনিষ্ঠতার কথা কারও অজানা নয়। ভাইজানের সঙ্গে সম্পর্ক থাকা এবং না থাকার পরও পরিবারের অন্যান্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন 'সূর্যবংশী' অভিনেত্রী। প্রায়শই তাঁকে 'দবং' তারকার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই যখন বিয়ের প্রসঙ্গ আসছে, অনুরাগীরাও জানতে চাইছেন সলমন খানের পরিবারের কোন কোন সদস্য হাজির থাকছেন ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের বিয়েতে। যদিও এর আগেই সলমন খানের বোন অর্পিতা জানিয়ে দিয়েছিলেন যে, তাঁরা কোনও বিয়ের নিমন্ত্রণ পাননি। তাই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রশ্নও উঠছে না। কিন্তু ফের যখন তাঁর কাছে ভিকি-ক্যাটরিনার বিয়েতে (Vicky Katrina Wedding) হাজির থাকার প্রশ্ন করা হয়, বিস্ফোরক ভাইজানের বোন অর্পিতা।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/33fFGFh> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Vicky Katrina Wedding: ঠিক কোন সময়ে সাতপাকে বাঁধা পড়বেন ভিকি-ক্যাটরিনা?" href="https://ift.tt/3lQBClk" target="">Vicky Katrina Wedding: ঠিক কোন সময়ে সাতপাকে বাঁধা পড়বেন ভিকি-ক্যাটরিনা?</a></strong></p> <p style="text-align: justify;">বিভিন্ন সূত্রে এর আগে দাবি করা হচ্ছিল যে, সলমন খান উপস্থিত থাকতে না পারলেও ভিকি-ক্যাটরিনার বিয়েতে স্বামীদের সঙ্গে উপস্থিত থাকবেন তাঁর দুই বোন অর্পিতা এবং আলভিরা। সেই সূত্র ধরেই অর্পিতা খান শর্মাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমরা কেউই আমন্ত্রিত নই। তাহলে কীভাবে যেতে পারি?' এরইসঙ্গে এমন ভুয়ো খবর যাঁরা ছড়াচ্ছে, তাঁদের উদ্দেশেও ক্ষোভ উগরে দেন তিনি। প্রসঙ্গত, এর আগে সলমন খানের স্টাইলিস্ট অ্যাশলে রেবেলোও নিশ্চিত করে জানিয়েছিলেন যে, ভাইজানের পরিবারের কোনও সদস্যই ভিকি-ক্যাটরিনার বিয়েতে আমন্ত্রিত নন। তিনি বলেন, 'আমি সেখানে আমন্ত্রিত নই। না সলমন খানের পরিবারের কোনও সদস্য আমন্ত্রিত'। 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়'-র পর 'টাইগার থ্রি'-তেও দেখা যাবে সলমন খান ও ক্যাটরিনা কাইফের জুটি।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3oEMtRc> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3yb5vkY> <p style="text-align: justify;">প্রসঙ্গত, আজই সাতপাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছে তাঁদের রাজকীয় বিয়ের আসর। জানা গিয়েছে, আজ দুপুরেই পঞ্জাবী রীতি অনুযায়ী বিয়ে হবে তাঁদের।</p>

from entertainment https://ift.tt/31I5JV9
via IFTTT
LihatTutupKomentar