<p style="text-align: justify;">মুম্বই: বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের খবর নিয়ে নেট দুনিয়ায় চর্চার শেষ নেই। অনুরাগীরাও প্রিয় তারকাদের বিয়ের আরও খোঁজখবর পেতে চাইছেন। যদিও দুই তারকার পক্ষ থেকে বিয়ে সম্পর্কে কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। কিন্তু বিভিন্ন সূত্রে, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের প্রস্তুতির বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয়ভাবে বসতে চলেছে তাঁদের বিবাহআসর।</p> <p style="text-align: justify;">বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। কিন্তু বিভিন্ন সূত্র থেকে তাঁদের বিয়ের প্রস্তুতি যে জোরকদমে চলছে, তা জানা যাচ্ছে। শোনা গিয়েছে, দুই তারকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মেনে চলতে হবে বেশ কিছু কড়া নিয়ম। যেমন, মোবাইল ফোন নিয়ে উপস্থিত থাকতে পারবেন না অতিথিরা। বিয়ের কোনও ছবি তুলতে পারবেন না। কোনও ছবি শেয়ারও করতে পারবেন না কাউকে। এমনকি ফোনের লোকেশনও অন রাখতে পারবেন না তাঁরা। সম্প্রতি জানা গিয়েছে, ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রবেশ করতে পারবেন আলাদা আলাদা কোডের মাধ্যমে।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Nick Jonas Bollywood movie: বলিউড ছবিতে কবে দেখা যাবে নিক জোনাসকে? স্পষ্ট জানিয়ে দিলেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী" href="https://ift.tt/3xHh43c" target="">Nick Jonas Bollywood movie: বলিউড ছবিতে কবে দেখা যাবে নিক জোনাসকে? স্পষ্ট জানিয়ে দিলেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী</a></strong></p> <p style="text-align: justify;">সূত্রের খবর, বলিউড তারকা জুটির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রবেশের সময় তাঁদের আলাদা আলাদা গোপন কোড দেওয়া হবে। সেই কোডের মাধ্যমেই অতিথিদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকবে। নামের পরিবর্তে কোড নম্বর দিয়েই পরিচিত হবেন অতিথিরা। এই গোপন কোড নম্বরের মাধ্যমেই অতিথিদের রুম সার্ভিস থেকে নিরাপত্তা সমস্ত কিছুই আলাদা আলাদাভাবে দেওয়া হবে।</p> <p style="text-align: justify;">শোনা যাচ্ছে, বিয়ের দিন বর এবং কনের জন্য স্পেশাল স্যুট বুকিং করা হয়েছে। ভিকি কৌশল থাকবেন রাজা মানসিংহের স্যুটে। আবার ক্যাটরিনা কাইফ থাকবেন রানি পদ্মাবতীর স্যুটে। হোটেলের সবথেকে দামী স্যুট এইদুটোই। যাঁর এক রাতের খরচ ৭ লক্ষ টাকা।</p>
from entertainment https://ift.tt/31nDz1k
via IFTTT
from entertainment https://ift.tt/31nDz1k
via IFTTT