Vicky Kaushal Katrina Kaif Haldi Pic: গলায় ফুলের মালা সঙ্গে পুষ্প বৃষ্টি, গায়ে হলুদে একে অপরকে চোখে হারালেন ভিকি-ক্যাটরিনা

<p style="text-align: justify;">মুম্বই: বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয় কায়দায় পঞ্জাবী রীতি মেনে বিয়ে করেছেন তাঁরা। গত বেশ কিছুদিন ধরেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। শোনা যায়, ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। যদিও সমস্ত দুই অভিনেতার পক্ষ থেকে বিয়ের আগে পর্যন্ত কোনও খবর অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। এমনকি এই প্রসঙ্গে দুই তারকা এবং তাঁদের পরিবারের সদস্যরাও মুখ বন্ধ রেখেছিলেন। অবশেষে সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে রাজকীয় কায়দায় রাজস্থানের বিলাসবহুল এবং ঐতিহ্যপূর্ণ সাতশো বছররে পুরনো সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভিকি-ক্যাটরিনা।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Vicky Kaushal Katrina Kaif Haldi Pic: বিয়ের ছবির পর গায়ে হলুদের ছবি শেয়ার ভিকি-ক্যাটরিনার" href="https://ift.tt/3lUStU0" target="">Vicky Kaushal Katrina Kaif Haldi Pic: বিয়ের ছবির পর গায়ে হলুদের ছবি শেয়ার ভিকি-ক্যাটরিনার</a></strong></p> <p style="text-align: justify;">একেবারে ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু এবং ইন্ডাস্ট্রির তারকাদের উপস্থিতিতে চারহাত এক হয় ভিকি-ক্যাটরিনার। বিয়ের পর সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন তাঁরা। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নব দম্পতির ছবিতে শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা। ৯ ডিসেম্বর বিয়ের ছবি দিয়ে নেট দুনিয়ায় ঝড় তোলার পর আজ ফের সকাল সকাল নেট দুনিয়ায় ঝড় তুললেন ভিকি-ক্যাটরিনা। আজ বেলা গড়াতেই গায়ে হলুদের ছবি নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন তাঁরা। যে ছবিতে মাত্র এক ঘণ্টার মধ্যেই দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রায় ৩৪ লক্ষ লাইক পড়ে গিয়েছে।&nbsp;</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3rXbN74> <p style="text-align: justify;">এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে গায়ে হলুদের একাধিক ছবি পোস্ট করে <a title="ভিকি কৌশল" href="https://ift.tt/31L9dGb" data-type="interlinkingkeywords">ভিকি কৌশল</a> এবং ক্যাটরিনা কাইফ উভয়েই ক্যাটপশনে লিখেছেন, 'সৌভাগ্য, ধৈর্য, খুশি'। অপেক্ষার ফল যে মিষ্টি হয়, তা নিজেদের বিয়ে থেকে গায়ে হলুদের ছবিতেই বুঝিয়ে দিচ্ছেন ভিকি-ক্যাটরিনা। ছবিতে দেখা যাচ্ছে, অফ হোয়াইট পোশাকের সঙ্গে ফুলের মালায় সেজেছেন <a title="ক্যাটরিনা কাইফ" href="https://ift.tt/3lOUFwk" data-type="interlinkingkeywords">ক্যাটরিনা কাইফ</a>। দুজনের গলাতেই ছিল গোলাপি ওড়না। সঙ্গে ছিল পুষ্প বৃষ্টি। আর দুজনেই যেন দুজনের দিক থেকে চোখ সরাতে পারছিলেন না। ছবিতে দুই তারকার মুখেই ছিল নতুন জীবন শুরুর আনন্দ।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3EMR3SW> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3ICJm3R> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3Gnsj46>

from entertainment https://ift.tt/31V5BBd
via IFTTT
LihatTutupKomentar