Vicky Katrina Wedding: ঠিক কোন সময়ে সাতপাকে বাঁধা পড়বেন ভিকি-ক্যাটরিনা?

<p style="text-align: justify;">মুম্বই: রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে চলছে ধুমধাম করে ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি, সঙ্গীত, হলদি পেরিয়ে আজ সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। জানা গেল সেই শুভ মুহূর্তও। যে মুহূর্তে হিন্দু বিবাহ রীতি অনুযায়ী সাতপাকে বাঁধা পড়বেন বলিউডের দুই তারকা।</p> <p style="text-align: justify;">গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। কিন্তু দুই তারকা কখনও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। দীপাবলির পর থেকেই বিয়ের গুঞ্জন জোরাল হয়। শোনা যায়, পরিচালক কবীর খানের বাড়িতে ইতিমধ্যেই রোকা অনুষ্ঠান সেরে ফেলেছেন তাঁরা। বিয়ের প্রসঙ্গ নিয়েও মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। কিন্তু ঘনিষ্ঠ সূত্রে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের পরিবারের পক্ষ থেকে বিয়ের জোরাল প্রস্তুতি চলছিল। অবশেষে সেই শুভ মুহূর্ত আসতে চলেছে, যখন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Vicky-Katrina Wedding: ভিকি কৌশলের থেকে কত বছরের বড় ক্যাটরিনা কাইফ?" href="https://ift.tt/3Iz7qog" target="">Vicky-Katrina Wedding: ভিকি কৌশলের থেকে কত বছরের বড় ক্যাটরিনা কাইফ?</a></strong></p> <p style="text-align: justify;">বিভিন্ন সূত্রে খবর, বলিউডের জনপ্রিয় দুই তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের পঞ্জাবী রীতি অনুযায়ী বিয়ে হবে আজ দুপুরে। জানা যাচ্ছে, আজ দুপুর সাড়ে তিনটে থেকে ৩.৪৫-র মধ্যে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। দুই অভইনেতার পরিবার এবং আত্মীয়রা প্রত্যেকেই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায়। সূত্রের খবর, গতকাল রাতে নাকি সেখানে গ্র্যান্ড বলরুম পার্টিরও আয়োজন হয়েছিল।</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, বছরের সবথেকে হাইপ্রোফাইল বিয়ের আসর বসছে রাজস্থানের সওয়াই মাধোপুরের বারওয়াড়ার সিক্সথ সেন্সেস ফোর্টে। তার আগে আজ নাচে-গানে জমজমাট ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের গায়ে হলুদের অনুষ্ঠান। বেলা সাড়ে ১২টা নাগাদ অনুষ্ঠান শুরু হয়। যোগ দিয়েছেন দুই তারকার আত্মীয় ও ঘনিষ্ঠরা। জানা যাচ্ছে, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের পরিবারের সদস্যরা যেতে পারেন রনথম্ভোরের জঙ্গল সাফারিতে। সঙ্গে থাকার কথা ভিকি-ক্যাটরিনার।</p>

from entertainment https://ift.tt/3lQBClk
via IFTTT
LihatTutupKomentar