<p style="text-align: justify;">মুম্বই: আগামীকালই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউডের দুই তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ইতিমধ্যেই তাঁদের বিয়ের অন্যান্য নানা অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আসতে শুরু করেছেন পরিবার, আত্মীয়, বন্ধুরা ছাড়াও বলিউডের অন্যান্য তারকারা। মুম্বই বিমানবন্দর থেকে জয়পুর বিমানবন্দরে নামতে দেখা গিয়েছে কবীর খান, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, মিনি মাথুর, শর্বরী ওয়াঘ, রাধিকা মদন এবং আরও বেশ কিছু তারকাকে। বিভিন্ন সূত্রে খবর, ৯ ডিসেম্বর ক্যাটরিনা কাইফের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন ভিকি কৌশল। </p> <p style="text-align: justify;">সম্পর্ক থেকে বিয়ের খবর নিয়ে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে কার্যতই মুখ বন্ধ রাখতে দেখা যাচ্ছে। স্পিকটি নট হয়ে রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরাও। তাঁদের মুখ বন্ধ থাকলেও বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া যাচ্ছে বিভিন্ন তথ্য। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসতে চলেছে ভিকি-ক্যাটরিনার রাজকীয় বিয়ের আসর (Vicky Katrina Wedding)। সেখানেই নতুন জীবনের সূচনা করে তাঁরা পাড়ি দেবেন হনিমুনে। অন্যদিকে, ভিকি কৌশলের বিয়ের আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর প্রাক্তন প্রেমিকা হার্লিন শেঠির (Harleen Sethi) একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট। যা দেখে নেট দুনিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, তাহলে কি মডেল অভিনেত্রী হার্লিন তাঁর প্রাক্তন প্রেমিকাকে কোনও বার্তা দিতে চাইলেন?</p> <p style="text-align: justify;"><br /><img src="https://ift.tt/3lJWSck" /></p> <p style="text-align: justify;"><a title="Vicky-Katrina wedding: ভাইরাল আমন্ত্রিত অতিথিদের জন্য ভিকি-ক্যাটরিনার 'ওয়েলকাম নোট', কী লেখা তাতে?" href="https://ift.tt/3ycYsbO" target=""><strong>আরও পড়ুন - Vicky-Katrina wedding: ভাইরাল আমন্ত্রিত অতিথিদের জন্য ভিকি-ক্যাটরিনার 'ওয়েলকাম নোট', কী লেখা তাতে?</strong></a></p> <p style="text-align: justify;">শোনা যায়, ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের আগে মডেল এবং অভিনেত্রী হার্লিন শেঠির সঙ্গে সম্পর্কে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল। যদিও, সম্পর্কের কথা ভিকি কিংবা হার্লিন কেউই প্রকাশ্যে স্বীকার করেননি। ঘনিষ্ঠ সূত্রের খবর, 'উরি- দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবি মুক্তি পাওয়ার পরপরই তাঁদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের কারণ হিসেবে মডেল-অভিনেত্রীর ঘনিষ্ঠরা জানিয়েছিলেন যে, 'উরি' মুক্তি পাওয়ার পরই বদলে যেতে শুরু করেন অভিনেতা। আর সেই কারণেই বিচ্ছেদ ঘটে তাঁদের মধ্যে। পাশাপাশি ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রাক্তন প্রেমিকের বিয়ের প্রসঙ্গেও মুখ খুলতে চাননি হার্লিন। তাঁর বন্ধুদের পক্ষ থেকে জানানো হয়েছিল, এই প্রসঙ্গে কথা বলতে চান না তিনি এবং এখন শুধুমাত্র নিজের কাজে মনোনিবেশ করতে চান।</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই 'সূর্যবংশী' ছবির 'টিপ টপ বরষা পানি' গানে হার্লিন শেঠির বেলি ডান্স সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। 'মোহরা' ছবিতে রবিনা ট্যান্ডনের আবেদনময় নাচের পর ফের সেই মুহূর্ত 'সূর্যবংশী' ছবির জন্য তৈরি করেন ক্যাটরিনা কাইফ। আর সেই গানেই নিজের স্টেপে পারফর্ম করেন হার্লিন। সেই সময়ও নেট নাগরিকরা কমেন্টে মন্তব্য করেন যে, তাহলে কি এই গানের মাধ্যমেও ভিকি কৌশলকে কোনও বার্তা দিতে চাইছেন তাঁর প্রাক্তন প্রেমিকা?</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3dwwT3C>
from entertainment https://ift.tt/3oyXAuU
via IFTTT
from entertainment https://ift.tt/3oyXAuU
via IFTTT