<p style="text-align: justify;">মুম্বই: এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। 'উরি' অভিনেতা ভিকি কৌশলের (Vicly Kaushal) সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন প্রতিদিন একটু একটু করে আরও বাড়ছে। ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফ যদিও কেউই সম্পর্ক কিংবা বিয়ের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। কিন্তু তাঁদের সম্পর্ক থেকে বিয়ের খবর এখন বলিউডের ওপেন সিক্রেট। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয় বিয়ের আয়োজনে যে বেশ জোরদার প্রস্তুতি চলছে তার খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। </p> <p style="text-align: justify;">শোনা গিয়েছে, আগামী ৯ ডিসেম্বর রাজস্থানে রাজকীয় কায়দায় ভিকি কৌশলকে (Vicky Kaushal) বিয়ে করতে চলেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বলিউডের দুই জনপ্রিয় তারকার বিয়ের আয়োজনে যে নিরাপত্তা এবং গোপনীয়তা দুটোরই কোনও অভাব রাখছেন না আয়োজকরা, সে খবরও পাওয়া যাচ্ছে বিভিন্ন ঘনিষ্ঠ সূত্রে। জানা গিয়েছে, ভিকি-ক্যাটরিনার বিয়েতে আমন্ত্রিত অতিথিরা মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন না, ছবি তুলতে পারবেন না, লোকেশন শেয়ার করতে পারবেন না এবং অতিথিরা প্রবেশ করতে পারবেন নির্দিষ্ট কোডের মাধ্যমে শুধুমাত্র। ফলে, বোঝাই যাচ্ছে, বলিউডের হাই ভোল্টেজ জুটির বিয়ের গোপনীয়তা বজায় রাখতে এক চুলও ফাঁকি দিতে চান না আয়োজকরা। </p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Kumar Sanu: অনু মালিকের উপর 'প্রতিশোধ' নিতে এটা কী করলেন কুমার শানু!" href="https://ift.tt/3prmfAN" target="">Kumar Sanu: অনু মালিকের উপর 'প্রতিশোধ' নিতে এটা কী করলেন কুমার শানু!</a></strong></p> <p style="text-align: justify;">বলিউডে বেশ কিছু বছর কাজ করে ফেললেন ক্যাটরিনা কাইফ। মডেল হিসেবে খুব ছোট বয়স থেকেই কেরিয়ার গড়ে ফেলেছিলেন। বলিউডে আত্মপ্রকাশ করতে করতেই বিভিন্ন প্রোডাক্টের মডেল হিসেবে তাঁকে দেখা যায়। 'উরি' অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করার খবরে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনুরাগীদের জানার আগ্রহ আরও বেড়ে গিয়েছে। তাঁরাও নেট মাধ্যমে অভিনেত্রীর বিয়ের নানা খবরের আপডেট পাওয়ার অপেক্ষা করছেন। কিন্তু বলিউডে ডেবিউ করার আগে কেন বাবার পদবি ব্যবহার করেন ক্যাটরিনা কাইফ?</p> <p style="text-align: justify;">জানা গিয়েছে, বলিউডে কেরিয়ার শুরু আগে 'সূর্যবংশী' অভিনেত্রী ক্যাটরিনা কাইফ শুধুমাত্র নামের উচ্চারণ যাতে সহজভাবে করতে পারেন দর্শক থেকে অনুরাগীরা, সেই কারণেই বাবার পদবী ব্যবহার করেন তিনি। বলিউড ডিভা ক্যাটরিনার মায়ের নাম সুজান টারকোটে। এবং বাবার নাম মহম্মদ কাইফ। ক্যাটরিনা টারকোটের তুলনায় ক্যাটরিনা কাইফ নাম উচ্চারণ সহজ, সেই কারণেই বাবার পদবি ব্যবহার করেন অভিনেত্রী।</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, ২০১৯ সালে একটি অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ সম্পর্ক খোলাখুলি জানিয়েছিলেন। </p>
from entertainment https://ift.tt/3lFePc6
via IFTTT
from entertainment https://ift.tt/3lFePc6
via IFTTT