Vicky-Katrina Wedding: বৌমার সঙ্গে কাজ করেছেন ভিকি কৌশলের বাবা? কোন ছবিতে?

<p style="text-align: justify;">মুম্বই: গত বেশ কিছুদিন ধরে টক অফ দ্য টাউন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে। গত ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। সাতশো বছরের পুরনো ঐতিহ্যশালী এই স্থানে বসেছিল ভিকি-ক্যাটরিনার রাজকীয় বিয়ের আসর (Vicky Katrina Wedding)। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ কিছু আত্মীয় এবং বন্ধু। ভিকি-ক্যাটের বিয়েতে দেখা গিয়েছিল বেশ কিছু বলিউড তারকাকেও। কোনও প্রথম সারির তারকা উপস্থিত না থাকলেও পরিচালক কবীর খান, অভিনেত্রী নেহা ধুপিয়া, অঙ্গদ বেদীদের মতো তারকাকে জয়পুর বিমানবন্দরে দেখা যায়। শোনা গিয়েছে, করোনা পরিস্থিতির কারণেই সেখানে কম অতিথি আমন্ত্রিত ছিলেন। খুব শীঘ্রই তাঁরা রিসেপশন পার্টি দিতে চলেছেন। যেখানে আমন্ত্রিত থাকবেন বলিউডের তাবড় তারকারা।</p> <p style="text-align: justify;">বলিউডের অ্যাকশন ডিরেক্টর এবং বর্ষীয়ান স্টান্ট কোঅর্ডিনেটর শ্যাম কৌশলের (Shyam Kaushal) সন্তান ভিকি। দীর্ঘদিন বলিউডে বিভিন্ন ছবিতে কাজ করার ফলে তিনি সেখানকার পরিচিত মুখ। কাজ করেছেন জ্যাকি শ্রফ, শাহরুখ খান, সলমন খানদের মতো তারকাদের সঙ্গে। সম্প্রতি ভিকি-ক্যাটরিনার বিয়েকে কেন্দ্র করে শ্যাম কৌশলকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। জানা যাচ্ছে, ভিকি কৌশল এখনও পর্যন্ত ক্যাটরিনা কাইফের সঙ্গে কোনও ছবিতে কাজ না করলেও, বৌমার সঙ্গে ইতিমধ্যেই কাজ করে পেলেছেন ভিকির বাবা। বেশ কয়েকটি ছবিতে অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি। সূত্রের খবর, 'ধুম থ্রি', 'যব তক হ্যায় জান', 'ফ্যান্টম', 'রাজনীতি'-র মতো ছবিতে ক্যাটরিনার সঙ্গে কাজ করেছেন শ্যাম কৌশল।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Katrina Kaif Vicky Wedding: শ্যাম কৌশলকে শুভেচ্ছা জানালেন বিগ বি, প্রতিক্রিয়া দিলেন ভিকি" href="https://ift.tt/3oUNTa4" target="">Katrina Kaif Vicky Wedding: শ্যাম কৌশলকে শুভেচ্ছা জানালেন বিগ বি, প্রতিক্রিয়া দিলেন ভিকি</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, বিয়ে মিটতেই মধুচন্দ্রিমার উদ্দেশে মলদ্বীপে পাড়ি দিয়েছিলেন নব দম্পতি ভিকি-ক্যাটরিনা। সদ্যই তাঁরা সেখান থেকে মুম্বইয়ে ফিরেছেন। মুম্বই ফিরতেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় স্বামী-স্ত্রীর হাতে হাত ধরা ছবি মুহূর্তে ভাইরাল। হাসিমুখে দুই তারকাকে ছবি শিকারীদের উদ্দেশে হাত নাড়াতেও দেখা যায়। এদিন একদিকে যখন <a title="ক্যাটরিনা কাইফ" href="https://ift.tt/3lOUFwk" data-type="interlinkingkeywords">ক্যাটরিনা কাইফ</a> হালকা গোলাপি সালোয়ার স্যুটে সেজেছিলেন, অন্যদিকে <a title="ভিকি কৌশল" href="https://ift.tt/31L9dGb" data-type="interlinkingkeywords">ভিকি কৌশল</a>কে দেখা যায় একেবারেই সাধারণ শার্ট প্যান্টে।</p>

from entertainment https://ift.tt/3ytOfIb
via IFTTT
LihatTutupKomentar