<p>বড়দিনে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত কমেডি ছবি টনিক। ছবির ট্রেলার, পোস্টার, টাইটেল সং ঘুরছে লোকের মুখে মুখে। এরই মধ্যে অভিজিৎ সেন পরিচালিত ছবির গান এল প্রকাশ্যে। ভাল গানের পিছনে জাদুকর জিৎ গঙ্গোপাধ্যায়। হাজির ছিলেন অভিনেতা দেব, জিৎ গঙ্গোপাধ্যায়, সঙ্গীতশিল্পী নচিকেতা, অনুপম। </p> <p>অনিন্দ্য চট্টোপাধ্যায়ের লেখা ও টনিক গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়তা পেয়েছে। অনুপমের গাওয়া 'আয়নাতে' গানটিও ঠোঁটে ঠোঁটে ফিরছে। এ ছবিতে গান গেয়েছেন নচিকেতাও। মিউজিক লঞ্চে শোনা গেল তাঁর গাওয়া গানও। এ ছবিতে গান গেয়েছেন শ্রেয়াও। গানে গানে মেতে রইল মিউজিক লঞ্চের সন্ধে।</p>
from entertainment https://ift.tt/3yjlaiu
via IFTTT
from entertainment https://ift.tt/3yjlaiu
via IFTTT