<p style="text-align: justify;">মুম্বই: বলিউডে দীর্ঘ অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। বেশ কিছু বছর পর ফের তিনি বড় পর্দায় ফিরেছেন 'হাঙ্গামা টু' ছবি দিয়ে। এছাড়া, তাঁকে টেলিভিশনের বহু রিয়েলিটি শো-এ বিচারকের আসনে দেখা যায়। রুপোলি পর্দায় খুব একটা সাম্প্রতিককালে শিল্পা শেট্টিকে দেখা না গেলেও সোশ্য়াল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। নানা ছবি এবং ভিডিও শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি সৌন্দর্য সম্পর্কে নিজের মতামত দিতে দেখা গেল 'ধড়কন' অভিনেত্রীকে। জানালেন, তাঁর মতে আসল সৌন্দর্য কাকে বলে।</p> <p style="text-align: justify;">সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। ইনস্টাগ্রাম স্টোরিতে লেখক অনৌক এমির একটি উদ্ধৃতি তুলে ধরেছেন। আসল সৌন্দর্য বলতে তিনি যা মনে করেন, তাই লেখা রয়েছে এই পোস্টে। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি মনে করেন, আসল সৌন্দর্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আসে। সৌন্দর্য শুধু শরীরের নয়, সৌন্দর্য আসে অভিজ্ঞতা, জ্ঞান, বুদ্ধি, পাণ্ডিত্য থেকে।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Ankita Lokhande Marriage: প্রস্তুতি চলছে জোরকদমে, বিয়ের সাজে ছবি দিলেন অঙ্কিতা লোখান্ডে" href="https://ift.tt/3pmhSH2" target="">Ankita Lokhande Marriage: প্রস্তুতি চলছে জোরকদমে, বিয়ের সাজে ছবি দিলেন অঙ্কিতা লোখান্ডে</a></strong></p> <p style="text-align: justify;"><strong><br /><br /><img src="https://ift.tt/32Wm3St" /><br /></strong></p> <p style="text-align: justify;">চলতি বছরে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির জীবনে অনেক ঝড় বয়ে গিয়েছে। পর্নোগ্রাফি মামলায় তাঁর স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করে অনলাইনে তা ছড়িয়ে দিতেন বলে। যদিও এখন তিনি জামিনে মুক্তি পেয়েছেন। একটা ধাক্কা সামলাতে না সামলাতেই এক ব্যবসায়ী রাজ-শিল্পার বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেন। সে সময়ও বিবৃতি দিয়ে অভিনেত্রী জানিয়ে দেন যে, যে কোম্পানির সঙ্গে ওই ব্যবসায়ীর আর্থিক লেনদেন হয়েছিল, ওই কোম্পানি বহু বছর আগে অন্য কাউকে হস্তান্তরিত করেছেন দম্পতি। শিল্পা শেট্টি দুঃখ প্রকাশ করে এমনও লেখেন যে, অনেক কষ্ট করে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে একটা জায়গা, সম্মান তৈরি করেছেন। যখন সেই সম্মানে এভাবে বারবার আঘাত লাগছে, তাতে তিনি আহত হচ্ছেন।</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, খুব শীঘ্রই জনপ্রিয় এক টেলিভিশন শো-এর বিচারকের আসনে দেখা যেতে চলেছে শিল্পা শেট্টিকে। 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট'-র এই সিজনে কিরণ খের, বাদশার সঙ্গে বিচারকের আসনে থাকছেন 'হাঙ্গামা টু' অভিনেত্রী।</p>
from entertainment https://ift.tt/3xSdGms
via IFTTT
from entertainment https://ift.tt/3xSdGms
via IFTTT