<p style="text-align: justify;">কলকাতা: টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh) নতুন জীবন শুরু করলেন দীর্ঘদিনের প্রেমিক অনুরাগ তিওয়ারির সঙ্গে। বেশ কিছু বছর হিন্দি ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ সায়ন্তনী। বাঙালি কন্যার (Sayantani Ghosh Marriage) বিয়ের আসর বসে কলকাতায়। একেবারেই ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী। গতকাল সকালেই বাগদানের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন অভিনেত্রী। বাগদানের ছবিতে হবু স্বামীর সঙ্গে আংটির ছবি শেয়ার করেন। সঙ্গে শাঁখা পলা পরা হাতের ছবি দিয়েও লেখেন, 'অনেক দিনের স্বপ্ন শাঁখা পলা পরব। অবশেষে সেই দিন এসে গেল।' সাত পাকে বাঁধা পরার পর বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন 'নাগিন' খ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। ছবি শেয়ার করে লিখেছেন, 'আর এভাবেই আমি মিস থেকে মিসেস হলাম'। </p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3rEHKk3> <p style="text-align: justify;">স্বামী অনুরাগ তিওয়ারি অবাঙালি হলেও, বাঙালি কন্যা সায়ন্তনীর বিয়ে হয় একেবারে বাঙালি নিয়ম কানুন মেনে। এদিন লাল বেনারসি শাড়িতে বিয়ের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সায়ন্তনীর স্বামী অনুরাগকেও দেখা গিয়েছে বাঙালি পোশাকে। ধুতি এবং ডিজাইনার কুর্তায় সেজেছিলেন তিনি। </p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3ErPvO3> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Sayantani Ghosh Engagement: বাগদান সেরে ফেললেন 'নাগিন' অভিনেত্রী বাঙালি কন্যা সায়ন্তনী ঘোষ, পাত্রকে দেখেছেন?" href="https://ift.tt/3IjpUZT" target="">Sayantani Ghosh Engagement: বাগদান সেরে ফেললেন 'নাগিন' অভিনেত্রী বাঙালি কন্যা সায়ন্তনী ঘোষ, পাত্রকে দেখেছেন?</a></strong></p> <p style="text-align: justify;">এক সাক্ষাৎকারে সায়ন্তনী বলেন, 'যে মুহূর্তটায় আমি শাঁখা পলা পরি, তখন ভিতর থেকেই অন্যরকম কিছু অনুভব করছিলাম। নিজের মধ্যে বেশ কিছু পরিবর্তন অনুভব করছিলাম। এর আগেও অভিনয় করতে গিয়ে চরিত্রে প্রয়োজনে আমি শাঁখা পলা পরেছি। কিন্তু এবারের ব্যাপারটা আলাদা। আমার মনে হয় লাল বেনারসিতে সমস্ত বাঙালি মেয়েকেই দেখতে খুব সুন্দর লাগে। তার সঙ্গে শাঁখা পলা, চন্দনের সাজ, মাথায় সিঁদুর, সব মিলিয়ে অন্যরকম অনুভূতি হচ্ছে।'</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3orckvN> <p style="text-align: justify;">প্রসঙ্গত, টলিউডে বেশ কয়েকটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন সায়ন্তনী ঘোষ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে তাঁকে কিছু ছবিতে দেখা যায়। এরপর তিনি হিন্দি ধারাবাহিকের নিয়মিত মুখ হয়ে ওঠেন। অভিনয় করেছেন 'কুমকুম- পেয়ার সা বন্ধন', 'নাগিন ৪', 'নামকরণ'-র মতো ধারাবাহিকে। প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে তাঁকে 'বিগ বস ৬'-তে।</p>
from entertainment https://ift.tt/3dntHY8
via IFTTT
from entertainment https://ift.tt/3dntHY8
via IFTTT