<p style="text-align: justify;">মুম্বই: সামনেই মুক্তি পাবে নতুন ছবি 'আতরঙ্গী রে'। এই ছবিতে সারা আলি খানকে (Sara Ali Khan) দেখা যাবে দুই জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) এবং ধনুশের (Dhanush) সঙ্গে। নতুন ছবি নিয়ে খুবই আশাবাদী অভিনেত্রী। জানিয়েওছেন যে, পরিচালক আনন্দ এল রাইয়ের এই ছবিতে কাজের সুযোগ পেয়ে তিনি অভিভূত। কিন্তু সম্প্রতি বেশ সমস্যা পড়েছেন বলিউড অভিনেত্রী সারা। জানা যাচ্ছে, মুম্বইয়ের একটি রেকর্ডিং স্টুডিও থেকে ফেরার সময় কোথাও নিজের সাধের ফোনটিকে হারিয়ে ফেলেছেন। আর তাতেই সম্প্রতি বেশ চিন্তিত অবস্থায় দেখা যায় তাঁকে। ফোন খুঁজে না পাওয়ার চিন্তায় সারা আলি খান ছবি শিকারীদেরও বকাঝকা শুরু করে দেন।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Abhishek Bachchan Bob Biswas: ভয়ঙ্কর 'বব বিশ্বাস'কে দেখে কী প্রতিক্রিয়া ঐশ্বর্য-জয়ার? ছোট্ট আরাধ্যাই বা কী বলছে অভিষেকের লুক দেখে?" href="https://ift.tt/3rwKcJy" target="">Abhishek Bachchan Bob Biswas: ভয়ঙ্কর 'বব বিশ্বাস'কে দেখে কী প্রতিক্রিয়া ঐশ্বর্য-জয়ার? ছোট্ট আরাধ্যাই বা কী বলছে অভিষেকের লুক দেখে?</a></strong></p> <p style="text-align: justify;">সম্প্রতি বলিউড অভিনেত্রী সারা আলি খানের বেশ কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, গাড়ি থেকে চিন্তিত মুখে তাড়াহুড়ো করে বেরিয়ে আসছেন অভিনেত্রী। সেই সময় পাপারাজ্জিরা তাঁকে ক্যামেরাবন্দি করতে যেতেই তাঁদের অভিনেত্রী বলেন, 'আরে, আপনাদের ছবি তুলতে হবে? আমার ফোন কোথাও হারিয়ে গিয়েছে'। ছবি শিকারীদের এই কথা বলেই তিনি তাড়াহুড়ো করে চলে যান। সারা আলি খানের যে ভিডিও অনলাইন মাধ্যমে ছড়িয়েছে, সেখানে তাঁকে দেখা গিয়েছে, গাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে মুম্বইয়ের এক রেকর্ডিং স্টুডিওতে প্রবেশ করতে। যদিও অভিনেত্রী তাঁর হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেলেন কিনা, তা জানা যায়নি।</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, সারা আলি খানকে খুব শীঘ্রই দেখা যাবে আনন্দ এল রাইয়ের আগামী ছবি 'আতরঙ্গী রে'-তে। জানা গিয়েছে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। সিনেমাহলে নয়, বরং ওটিটি প্ল্যাটফর্মকেই ছবি মুক্তির জন্য বেছে নিয়েছেন নির্মাতারা। বারাণসী, মাদুরাই এবং দিল্লির বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং হয়েছে।</p>
from entertainment https://ift.tt/3okxFaa
via IFTTT
from entertainment https://ift.tt/3okxFaa
via IFTTT