<p style="text-align: justify;">মুম্বই: দক্ষিণী তারকা নাগা চৈতন্যর (Chay Akkineni) সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকে একের পর এক অভিযোগের তির উঠছে অভিনেত্রী সামান্থা রথ প্রভুর (Samantha Rath Prabhu) উদ্দেশে। কখনও শোনা যাচ্ছে তিনি অন্য কারও সঙ্গে সম্পর্কে থাকার কারণে বিচ্ছেদ চেয়েছেন তো কখনও অভিযোগ উঠছে তাঁর সন্তান না চাওয়াকে কেন্দ্র করে। যদিও আগের সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন সামান্থা। সম্প্রতি তাঁর উদ্দেশে ফের অভিযোগ উঠেছে। শোনা গিয়েছে, বিবাহবিচ্ছেদের পর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর কাছ থেকে খোরপোশ বাবদ নাকি ৫০ কোটি টাকা নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে এই অভিযোগে ট্রোলিংয়েরও শিকার হচে হচ্ছে। অবশেষে মুখ খুললেন সামান্থা রথ প্রভু।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Tiger Shroff Injury: 'গণপত'-এর শ্যুটিংয়ে চোখে চোট, এ কী অবস্থা টাইগার শ্রফের!" href="https://ift.tt/3Fpp2RF" target="">Tiger Shroff Injury: 'গণপত'-এর শ্যুটিংয়ে চোখে চোট, এ কী অবস্থা টাইগার শ্রফের!</a></strong></p> <p style="text-align: justify;">বেশ কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন সামান্থা রথ প্রভু ও নাগা চৈতন্য। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিবাহিত জীবনে ইতি টানার ঘোষণা করেন দুই তারকা। দক্ষিণী ছবির দুই জনপ্রিয় তারকার বিবাহবিচ্ছেদে রীতিমতো ভেঙে পড়েন অনুরাগীরা। সম্প্রতি নেট নাগরিকদের একাংশ অভিনেত্রী সামান্থা রথ প্রভুর উদ্দেশে মন্তব্য করেছেন যে, তিনি একজন 'ভদ্রলোকের' কাছ থেকে খোরপোশ বাবদ ৫০ কোটি টাকা নিয়েছেন। কোনও কোনও নেট নাগরিক সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে উদ্দেশ্য করে কমেন্ট করেছেন যে, 'নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সামান্থা ৫০ কোটি টাকা ডাকাতি করেছেন'। এমনই সমস্ত ট্রোলিংয়ে ভরে গিয়েছে নেট দুনিয়া। অবশেষে ট্রোলারদের মুখের মতো জবাব দিলেন অভিনেত্রী। সাধারণত তিনি ট্রোলিংকে খুব একটা গুরুত্ব দেন না। অন্যান্য সময়ে ট্রোলারদের উত্তর না দিয়ে শুধুমাত্র ব্লক করে দেন অভিনেত্রী। কিন্তু এবার তিনি মুখ খুললেন। উত্তরে লিখলেন, 'ঈশ্বর তোমাদের আত্মার শান্তি দিন।' অভিনেত্রীর এমন উত্তরে বেশ কিছু ট্রোলারকে কমেন্ট মুছে দিতেও দেখা যায়। </p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3mnKOxy> <p style="text-align: justify;">প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পাওয়া 'পুষ্পা' ছবিতে আইটেম গানে নেচে নেট দুনিয়া মাতিয়ে রেখেছেন সামান্থা রথ প্রভু। ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর আল্লু অর্জুনের নতুন ছবিও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করতে শুরু করেছে প্রথম দিন থেকেই।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/32d4X2O>
from entertainment https://ift.tt/3H5tZzC
via IFTTT
from entertainment https://ift.tt/3H5tZzC
via IFTTT