<p style="text-align: justify;">মুম্বই: পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবের সঙ্গে বড়দিন উদযাপন করার জন্য পানভেলের ফার্ম হাউজে গিয়েছিলেন সলমন খান (Salman Khan)। কিন্তু পাহাড় ও জঙ্গলে ঘেরা খামারবাড়িতে বড়দিন উদযাপনের মাঝেই ঘটল বিপত্তি। সাপে কামড়াল অভিনেতাকে। জানা গিয়েছে, শনিবার রাতে বন্ধুবান্ধবের সঙ্গে কথা বার্তা বলার সময়ই হাতে আচমকা জ্বালা অনুভব করেন ভাইজান। জ্বালা করতেই হাত নাড়াতে থাকেন অভিনেতা। আর সেই সময়ই সেখানে একটি সাপের দেখা পান উপস্থিত অন্যান্যরা। সলমন খানের হাতে সাপ কামড়ানোর পর সঙ্গে সঙ্গেই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে হাসপাতালে চিকিৎসকের সঙ্গে সলমন খানের একটি ছবি। যা দেখে ভাইজানের অনুরাগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Christmas 2021: ইনি বাংলা ছবির সুপারস্টার, বড়দিন কাটালেন অনুরাগীদের সঙ্গে" href="https://ift.tt/3Ep0gQd" target="">Christmas 2021: ইনি বাংলা ছবির সুপারস্টার, বড়দিন কাটালেন অনুরাগীদের সঙ্গে</a></strong></p> <p style="text-align: justify;">সলমন খানকে সাপে কামড়েছে, এমন খবর সামনে আসতেই নেট দুনিয়ায় অনুরাগীদের বার্তা উপচে পড়েছে। ভাইজানের অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা যেমন করছেন, তেমনই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার স্বাস্থ্যের খবর জানার জন্যও উদ্বেগ প্রকাশ করছেন। সম্প্রতি নেট দুনিয়ায় সলমন খানের যে ছবি প্রকাশ পেয়েছে, তাতে দেখা যাচ্ছে চিকিৎসকের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, যে সাপ অভিনেতার হাতে ছোবল দিয়েছে, সেটি বিষধর নয়। হাসপাতালে ভর্তি করার কয়েক ঘণ্টা পরই ছেড়ে দেওয়া হয় তাঁকে। প্রসঙ্গত, সম্প্রতি অভিনেতার বাবা সেলিম খান জানিয়েছেন যে, এই মুহূর্তে সুস্থ রয়েছেন ভাইজান। চিকিৎসকরা তাঁকে কিছু ওষুধ খেতে দিয়েছেন। </p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3HenJFC> <p style="text-align: justify;">আগামীকালই সলমন খানের ৫৬ তম জন্মদিন। জন্মদিনে সাধারণত তিনি পানভেলের খামার বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটান। কিন্তু জন্মদিনের আগেই এমন বিপত্তি ঘটে যাওয়ায় কতটা বড় করে উদযাপন হবে, তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। এদিন সলমন খানের 'ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া' ছবির অভিনেত্রী বীনা কাক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি শেয়ার করেন। ছবিতে হাসপাতালেই হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অভিনেতাকে। ভাইজানের অনুরাগীদের মুখে হাসি ফুটিয়েছে এই ছবি।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3z3wFem>
from entertainment https://ift.tt/32q4WbK
via IFTTT
from entertainment https://ift.tt/32q4WbK
via IFTTT