<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> জন্মদিনের আগেই হাসপাতালে ভর্তি হন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)। নিজের খামারবাড়িতে সাপে কামড়ায় অভিনেতাকে। ভর্তি করা হয় হাসপাতালে। গতরাতেই খবর আসে আগের থেকে অনেকটাই ভাল আছেন সলমন। আজ তাঁর জন্মদিনের সকালে অনুরাগীদের জন্য খুশির খবর। 'আমি এখন ভাল আছি,' নিজেই জানালেন বার্থডে বয়।</p> <p style="text-align: justify;">সংবাদ সংস্থা এএনআইকে (ANI) সলমন খান জানান, 'আমার খামারবাড়িতে একটা সাপ ঢুকেছিল, আমি লাঠি দিয়ে সেটাকে বাইরে নিয়ে যাচ্ছিলাম। ধীরে ধীরে সেটা আমার হাতের কাছে চলে আসে। আমি তখন সাপটাকে ছেড়ে দেওয়ার জন্য ধরি, আর তখনই সাপটি আমাকে তিনবার ছোবল দেয়। বিষধর সাপ ছিল। ৬ ঘণ্টার জন্য হাসপাতালে ভর্তি করা হয় আমাকে... এখন আমি ভাল আছি।'</p> <p style="text-align: justify;"> </p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">A snake had entered my farmhouse, I took it outside using a stick. Gradually it reached onto my hand. I then grabbed it to release, which is when it bit me thrice. It was a kind of poisonous snake. I was hospitalized for 6 hours...I am fine now: Actor Salman Khan on snake bite <a href="https://t.co/cnDnUhglm5">pic.twitter.com/cnDnUhglm5</a></p> — ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1475285128943267841?ref_src=twsrc%5Etfw">December 27, 2021</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p style="text-align: justify;">শনিবার রাতে পানভেলে তাঁর খামারবাড়িতে দুর্ঘটনার মুখে পড়তে হয় সলমন খানকে। জানা যায়, সলমনকে যে সাপ কামড়ায় তা খুব একটা বিষধর নয়। তাই কামড়ের প্রভাব খুব একটা বেশি হয়নি। তবে সাপে কামড়ানোর কথা জানার পরই সলমনকে নবি মুম্বইয়ের কামোটে এলাকার এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়। </p> <p style="text-align: justify;">আরও পড়ুন: <a title="Salman Khan: হাসপাতালে চিকিৎসকের সঙ্গে সলমন খান, ছবি ভাইরাল নেট দুনিয়ায়" href="https://ift.tt/32q4WbK" target="_blank" rel="noopener">Salman Khan: হাসপাতালে চিকিৎসকের সঙ্গে সলমন খান, ছবি ভাইরাল নেট দুনিয়ায়</a></p> <p style="text-align: justify;">জানা গেছে, চিকিৎসার পর রবিবার সকাল নটা নাগাদ ফার্মহাউসে ফেরেন বলিউডের দাবাং খান। তিনি বর্তমানে বিপন্মুক্ত বলেই জানা যায়। তিনি দ্রুতই সেরে উঠেছেন। তাঁর স্বাস্থ্য বর্তমানে স্বাভাবিক বলে জানা গেছে। তিনি আপাতত ফার্ম হাউসেই রয়েছেন বলে জানা গেছে।</p>
from entertainment https://ift.tt/3eq8LQv
via IFTTT
from entertainment https://ift.tt/3eq8LQv
via IFTTT