Salman Khan Hospitalized: রাতে খামারবাড়িতে সাপে কামড়াল সলমনকে, ভর্তি হতে হয় হাসপাতালে

<p>&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>Snake Bites Salman Khan &nbsp;:</strong> সাপে কামড়াল বলিউড অভিনেতা সলমন খানকে। পানভেলে তাঁর খামারবাড়িতে এই দুর্ঘটনার মুখে পড়তে হল সলমন খানকে। গত রাতে কোনও এক সময়ে সাপ কামড়াল তাঁকে। জানা গেছে, সলমনকে যে সাপ কামড়ায় তা বিষধর নয়। তাই কামড়ের প্রভাব খুব একটা বেশি হয়নি। তবে সাপে কামড়ানোর কথা জানার পরই সলমনকে নবি মুম্বইয়ের কামোটে এলাকার এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে পানভেলের খামারবাড়িতে অভিনেতা ফিরে এসেছেন।</p> <p style="text-align: justify;">জানা গেছে, চিকিৎসার পর এদিন সকাল নটা নাগাদ ফার্মহাউসে ফেরেন বলিউডের দাবাং খান। তিনি বর্তমানে বিপন্মুক্ত বলেই জানা গেছে। তিনি দ্রুতই সেরে উঠেছেন। তাঁর স্বাস্থ্য় বর্তমানে স্বাভাবিক বলে জানা গেছে। তিনি আপাতত ফার্ম হাউসেই রয়েছেন বলে জানা গেছে।</p> <p style="text-align: justify;">সলমন খানকে সাপে কামড়ানোর খবর সামনে আসার পর তাঁর অনুরাগী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে এরইমধ্যে স্বস্তির খবর যে, সলমন এই মুহূর্তে বিপন্মুক্ত।</p> <p>&nbsp;</p>

from entertainment https://ift.tt/3sxUcmh
via IFTTT
LihatTutupKomentar