Salman Khan Flat Rent: সলমন খানের বান্দ্রার অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে চান? প্রতি মাসে কত টাকা দিতে হবে?

<p style="text-align: justify;">মুম্বই: বলিউডে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম সলমন খান (Salman Khan)। অনুরাগীরা সকলেই জানেন, তিনি মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে (Galaxy Apartment) পরিবারের সঙ্গে থাকেন। কিন্তু সম্প্রতি একটি তথ্য পাওয়া গিয়েছে যে, মুম্বইয়েরই (Mumbai) অন্য আর একটি সম্পত্তি তিনি ভাড়া দিয়েছেন। গ্যালাক্সি অ্য়াপার্টমেন্টে থাকলেও বান্দ্রার (Bandra) বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ভাড়াতে দিয়েছেন সলমন খান। অ্যাপার্টমেন্টটি মুম্বইয়ের বান্দ্রায় শিব আস্থান হাইটসে। শোনা যাচ্ছে ৭৫৮ স্কোয়্যার ফুটের এই অ্যাপার্টমেন্টটির ভাড়াও নাকি চোখ কপালে তোলার মতো।</p> <p style="text-align: justify;">সম্প্রতি এক সূত্রে জানা গিয়েছে, বান্দ্রার বিলাসবহুল অ্যাপার্টমেন্টটির ভাড়া বাবদ প্রতি মাসে ৯৫ হাজার টাকা নির্ধারণ করেছেন ভাইজান। এক ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, এই অ্যাপার্টমেন্টের এগ্রিমেন্ট ৩৩ মাসের জন্য বৈধ। ইতিমধ্যেই চলতি মাসেই সেই অ্যাপার্টমেন্ট রেজিস্টার হয়ে গিয়েছে। যিনি ভাড়া নিয়েছেন, তিনি অগ্রিম বাবদ ২.৮৫ লক্ষ টাকা দিয়েছেন। এটিই একমাত্র নয়। মুম্বইয়ে আরও বেশ কিছু সম্পত্তি রয়েছে ভাইজানের। যা তিনি ভাড়া দিয়ে থাকেন। তেমনই বান্দ্রার আরও একটি অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছেন তিনি। যার ভাড়া প্রতি মাসে ৮.২৫ লক্ষ টাকা।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন- <a title="Samantha Naga Divorce: কেন বিবাহবিচ্ছেদ সামান্থার সঙ্গে? বিস্ফোরক নাগা চৈতন্য?" href="https://ift.tt/3E53cS6" target="">Samantha Naga Divorce: কেন বিবাহবিচ্ছেদ সামান্থার সঙ্গে? বিস্ফোরক নাগা চৈতন্য?</a></strong></p> <p style="text-align: justify;">অন্যদিকে, সলমন খান এই মুহূর্তে বেশ কয়েকটি ছবির কাজে ব্যস্ত রয়েছে। সদ্য কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' (Antim: The Final Truth)। ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে আয়ুষ শর্মাকে। বক্স অফিসে ভালো ব্যবসা শুরু করেছে 'অন্তিম'। প্রসঙ্গত, তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে 'টাইগার থ্রি' (Tiger 3) ছবিতে। এই ছবিতে সলমন খানের বিপরীতে রয়েছে সদ্য বিবাহিতা ক্যাটরিনা কাইফ। ইতিমধ্যেই শোনা গিয়েছে, প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে বিয়েতে কোটি টাকার উপহার দিয়েছেন ভাইজান। যদিও <a title="ক্যাটরিনা কাইফ" href="https://ift.tt/3lOUFwk" data-type="interlinkingkeywords"><a title="ক্যাটরিনা কাইফ" href="https://ift.tt/3lOUFwk" data-type="interlinkingkeywords">ক্যাটরিনা কাইফ</a> (Katrina Kaif)</a> কিংবা সলমন খানের পক্ষ থেকে অফিশিয়ালি জানানো হয়নি।</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Aayush Sharma: নেট দুনিয়ায় তোলপাড়, সলমন খানকে নিয়ে এ কী বললেন আয়ুষ!" href="https://ift.tt/3GFb9iy" target="">Aayush Sharma: নেট দুনিয়ায় তোলপাড়, সলমন খানকে নিয়ে এ কী বললেন আয়ুষ!</a></strong></p>

from entertainment https://ift.tt/3q2Oy90
via IFTTT
LihatTutupKomentar