Pathan Film Shooting: অপেক্ষায় 'পাঠান'-র সেট, কবে থেকে শ্যুটিংয়ে ফিরবেন শাহরুখ খান?

<p style="text-align: justify;">মুম্বই: শেষবার বলিউড সুপারস্টার শাহরুখ খানকে (Shahrukh Khan) পর্দায় দেখা গিয়েছিল ২০১৮-তে মুক্তি পাওয়া 'জিরো' ছবিতে। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এরপর আর পর্দায় দেখা যায়নি কিং খানের ম্যাজিক। দীর্ঘদিন পর যশরাজ ফিল্মসের 'পাঠান' (Pathan) ছবি দিয়ে শ্যুটিং শুরু করেছিলেন বলিউডের বাদশা। বিপরীতে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। 'ওম শান্তি ওম' জুটিকে ফের পর্দায় দেখার জন্য অপেক্ষায় অনুরাগীরা। কিন্তু শ্যুটিং শুরু করতেই ছন্দ পতন। অক্টোবরের শুরুর দিকে মাদক মামলায় গ্রেফতার হন শাহরুখ খানের ছেলে আরিয়ান। ছেলের গ্রেফতারিতে আর আইনি জটিলতা সামলাতে হাতের সমস্ত প্রোজেক্ট স্থগিত রেখেছিলেন। শোনা গিয়েছিল, আরিয়ানের জন্মদিন কাটিয়ে তবেই সেটে ফিরবেন বাদশা। মাঝের সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান তিনি। অবশেষে তিনি ফিরতে চলেছেন শ্যুটিংয়ে।</p> <p style="text-align: justify;">শাহরুখ খানের হাতে এই মুহূর্তে রয়েছে বেশ কিছু ছবির কাজ। বহুদিন পর তাঁকে 'পাঠান' ছবি দিয়ে দেখতে চলেছেন অনুরাগীরা। দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই ছবির গানের দৃশ্যের শ্যুটিং করতে তাঁর উড়ে যাওয়ার কথা ছিল স্পেনে। কিন্তু তা আচমকাই স্থগিত হয়ে যায়। শোনা যাচ্ছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ফের 'পাঠান' ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন বাদশা। শাহরুখ খানের সঙ্গে শ্যুটিংয়ে যোগ দেবেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামও। সূত্রের খবর, মুম্বই ১৫ থেকে ২০ দিনের শ্যুটিং শিডিউল রয়েছে তাঁর। এরপরই পাড়ি দেবেন বিদেশে।&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Parambrata Chatterjee: থ্রিলার ছবির সাফল্যের রহস্য কী? জানাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়" href="https://ift.tt/3rCfiQ3" target="">Parambrata Chatterjee: থ্রিলার ছবির সাফল্যের রহস্য কী? জানাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়</a></strong></p> <p style="text-align: justify;">বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, শ্যুটিংয়ের মাঝে কিছুটা বিরতি পড়ে যাওয়ায় শাহরুখ খানের ফিটনেসেও তার প্রভাব পড়েছে। কিন্তু বলিউড সুপারস্টার যেহেতু মারাত্মক পেশাদার এবং অভিনয়ের প্রতি তিনি চূড়ান্ত প্যাশনেট, তাই ফিটনেস আবার একই জায়গায় ফিরিয়ে আনতে ইতিমধ্যেই জিম এবং ট্রেনিং শুরু করে দিয়েছেন। 'পাঠান' এবং অন্যান্য ছবিতে ফের অ্যাকশন অবতারে দেখা যাবে বাদশাকে। তাই পর্দায় একইরকম ফিটনেস ফুটিয়ে তোলার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি।&nbsp;</p>

from entertainment https://ift.tt/3lyjT1R
via IFTTT
LihatTutupKomentar