Paka Dakha Shoot: ফ্লোরে জিৎ গঙ্গোপাধ্যায়, বাবা যাদবের নির্দেশে 'পাকা দেখা'-র গানের শ্যুটিং করলেন সোহম-সুস্মিতা

<p><strong>কলকাতা: </strong>জমে উঠেছে শ্যুটিং ফ্লোর। কালো কোট প্যান্টে হাজির নায়ক, পাশে ঝলমলে পাশ্চাত্য পোশাকে তৈরি নায়িকাও। সেটে হাজির সঙ্গীত পরিচালকও। প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত 'পাকা দেখা' ছবির শ্যুটিংয়ে হঠাৎ হাজির জিৎ গঙ্গোপাধ্যায়। বাবা যাদবের পরিচালনায় নিজের গানের শ্যুটিং দেখে অভিভূত তিনি। রুপোলি পর্দায় এই গানে পা মেলাতে দেখা যাবে সোহম চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে। জিৎ গঙ্গোপাধ্যায় ও বাবা যাদবের সঙ্গে শ্যুটিং করে কেমন অভিজ্ঞতা হল দুই অভিনেত্রী অভিনেত্রীর?</p> <p>অনেকদিন পর কোনও শ্যুটিং ফ্লোরে এলেন জিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গীত পরিচালক বলছেন, 'পাকা দেখা শুনলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। মামা-মাসির বিয়েতে পাকা দেখা-র প্রচলন ছিল তখন। এই ছবিটা একটা নিপাট বাংলা ছবি। আমি এখনও 'বসন্ত বিলাপ', 'সাড়ে চুয়াত্তর', 'ওগো বধূ সুন্দরী' -এর মত ছবিগুলি দেখি। ওগুলো কখনও পুরনো হয় না। পাকা দেখা ছবিটাও এমনই বাংলা হাসির ছবি। কলকাতায় গানের শ্যুটিং খুব একটা হয় না। আর আমারও গানের শ্যুটিংয়ে উপস্থিত থাকা হয় না। 'পাকা দেখা'-র ফ্লোরে এসে ভীষণ ভালো লাগছে।'</p> <p>জিৎকে ফ্লোরে পেয়ে খুশি সোহমও। বললেন, 'আমি জিৎদার সঙ্গে এত কাজ করেছি কিন্তু ওঁকে ফ্লোরে পাইনি কখনও। জিৎদা ফ্লোরে এসে সবাইকে উৎসাহ দিয়েছে। আর বাবা যাদবের সঙ্গে আমার কতগুলো হিট গান আছে আমি ভুলেই গিয়েছি। আর এই গানের মধ্যে ছবির গল্পটাও মিশে রয়েছে। গানটায় সুস্মিতা নাচ করছে আর আমি সেখানে এসে ওকে দেখে অবাক হয়ে যাচ্ছি। ভীষণ মজা করে শ্যুটিং করছি সবাই।' জিৎ গঙ্গোপাধ্যায়ের গানে প্রথমবার কাজ করে খুশি নায়িকা সুস্মিতাও। তিনি বলছেন, 'এই গানটা অনেকটা আইটেম সং-এর মত। দর্শকরা আমায় একেবারে অন্যভাবে দেখতে পাবেন। আমি জিৎ দা আর বাবা যাদবের সঙ্গে এই প্রথম কাজ করছি। আমার মনে হয় দর্শকদেরও খুব ভালো লাগবে।'</p> <p>&nbsp;</p>

from entertainment https://ift.tt/3dau9ZD
via IFTTT
LihatTutupKomentar