Malaika Arora Reunites: বিমানবন্দরে একসঙ্গে মালাইকা-আরবাজ, কোথায় যাচ্ছেন দুজনে?

<p style="text-align: justify;">মুম্বই: মাত্র কয়েকদিন আগেই বলিউড অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন মালাইকা অরোরা (Malaika Arora)। মুম্বইয়ে ফিরতেই বিমানবন্দরে তাঁকে দেখা গেল প্রাক্তন স্বামী আরবাজ খানের (Arbaz Khan) সঙ্গে। দুই তারকাকে একসঙ্গে দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জমতে শুরু করেছে, তাহলে কি ফের একসঙ্গে সম্পর্ক শুরু করতে চলেছেন তাঁরা?</p> <p style="text-align: justify;">বিবাহিত সম্পর্কে স্বামী-স্ত্রী হিসেবে তাঁরা আর একসঙ্গে না থাকলেও সন্তানের জন্য বহু সময় একসঙ্গে কাটাতে দেখা গিয়েছে বলিউডের অনেক সেলেবকে। আরবাজ খান ও মালাইকা অরোরাও তেমনই এক জুটি। তাঁদের মধ্যে আর স্বামী-স্ত্রীর সম্পর্ক নেই। কিন্তু ছেলে আরহানের জন্য তাঁদেরকে প্রায়শই একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। তেমন ছবি ধরা পড়ল ফের মুম্বই বিমানবন্দরে।&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Virat Anushka Anniversary: বিবাহবার্ষিকীতে এক ঝলকে বিরাট-অনুষ্কার রোম্যান্টিক মুহূর্তের কিছু ছবি" href="https://ift.tt/3GvZIJS" target="">Virat Anushka Anniversary: বিবাহবার্ষিকীতে এক ঝলকে বিরাট-অনুষ্কার রোম্যান্টিক মুহূর্তের কিছু ছবি</a></strong></p> <p style="text-align: justify;">পড়াশোনার জন্য চলতি বছর অগাস্টেই বিদেশে পাড়ি দিয়েছিলেন আরবার খান ও মালাইকা অরোরার ছেলে আরহান। দীর্ঘ বেশ কয়েকমাস পর মুম্বইয়ে ফিরেছে সে। আর ছেলেকে নিয়ে আসতে বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল মালাইকা অরোরা এবং আরবাজ খানকে। ছেলেকে নিয়ে আসতে দুজনেই গিয়েছিলেন বিমানবন্দরে। যে ছবি সোশ্য়াল মিডিয়ায় ঘুরছে, তাতে দেখা যাচ্ছে, ছেলে আরহানকে জড়িয়ে ধরে রয়েছেন মালাইকা। পাশে দাঁড়িয়ে আরবাজ। পরের ছবিতেই আরহানকে আলিঙ্গন করতে দেখা যায় আরবাজকেও।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3lUu8O9> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3GwB0ZW> <p style="text-align: justify;">চলতি বছরের শুরুর দিকেই মালাইকা অরোরাকে দেখা গিয়েছিল প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে লাঞ্চে যেতে। মালাইকার বোন অমৃতাও ছিলেন সেখানে। ছেলে আরহানকেও সেখানে দেখা গিয়েছিল আরবাজের সঙ্গে। প্রসঙ্গত, ১৯৯৮-এ মালাইকার অরোরার সঙ্গে বিয়ে হয় আরবাজ খানের। ১৮ বছরের বিবাহিত জীবনে তাঁরা ইতি টানেন ২০১৭-তে। বিবাহিত সম্পর্কে ইতি টানতেই ছেলের জন্য তাঁদের প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Bollywood Updates: চলতি বছর গুগলে সবথেকে বেশি সার্চ করা হয়েছে কোন বলিউড ছবি?" href="https://ift.tt/3pKOPwX" target="">Bollywood Updates: চলতি বছর গুগলে সবথেকে বেশি সার্চ করা হয়েছে কোন বলিউড ছবি?</a></strong></p>

from entertainment https://ift.tt/3GwB0sU
via IFTTT
LihatTutupKomentar