<p style="text-align: justify;">মুম্বই: 'হিরোপন্থী' ছবি দিয়ে বলিউডে (Bollywood) কেরিয়ার শুরু করেছেন অভিনেত্রী কৃতী শ্যানন (Kriti Shanon)। দেখতে দেখতে বেশ কয়েক বছর বলিউডে কাটিয়েও ফেললেন। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকের অত্যন্ত পছন্দের অভিনেত্রীদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন। কখনও তাঁকে দেখা গিয়ে 'বরেলি কি বরফি' ছবিতে, কখনও 'মিমি' (Mimi) ছবিতে দুর্দান্ত অভিনয় করে সমালোচকদেরও প্রশংসা অর্জন করে নিয়েছেন। অক্ষয় কুমার, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানাদের মতো তারকাদের বিপরীতে ইতিমধ্যেই দেখা গিয়েছে কৃতীকে। কিন্তু তিনি যদি বলিউডে অভিনয় কেরিয়ার তৈরিতে সফল না হতেন, তাহলে কী করতেন? সেই প্রসঙ্গে সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী।</p> <p style="text-align: justify;">সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন জানালেন যে, অভিনয় কেরিয়ার সফল না হলে তাঁর হাতে অপশন বি-ও ছিল। যা তাঁকে অন্য কোনও কেরিয়ারে সফলতা অবশ্যই দিত। কৃতীর বলিউড অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে তাঁর মা-বাবা খুবই চিন্তিত ছিলেন। তিনি বলছেন, 'ছবির জগতে কেরিয়ার তৈরিকে কখনওই খুব নিশ্চিত ভবিষ্যৎ হিসেবে মনে করা হয় না। এটা তো কোনও ৯টা-৫টা অফিসের চাকরি নয়। যদি তোমার ছবি চলে, তাহলে তুমি কাজ পাবে। যদি না চলে, তাহলে তোমারও কোনও কাজ নেই। আমার বাবা-মা আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই আমার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তাই তাঁরা প্রথমেই জানিয়ে রেখেছিলেন যে, যা খুশি করো কিন্তু সবার আগে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনাটা শেষ করো। আর আমি গর্বের সঙ্গে বলতে পারি যে সেটা আমি করেছি। তাই মানসিকভাবে আমি খুব শান্তিতেও থাকি।'</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Akshay Kumar Update: খুদে অনুরাগীকে জন্মদিনের শুভেচ্ছা, নেট নাগরিকদের মন জিতে নিলেন অক্ষয় কুমার" href="https://ift.tt/3DnummR" target="">Akshay Kumar Update: খুদে অনুরাগীকে জন্মদিনের শুভেচ্ছা, নেট নাগরিকদের মন জিতে নিলেন অক্ষয় কুমার</a></strong></p> <p style="text-align: justify;">তিনি আরও বলেন, 'মা-বাবা আমাকে জানিয়ে দিয়েছিলেন যে, তোমার স্বপ্নের লক্ষেই এগোও। কিন্তু তোমাকে জিম্যাট পরীক্ষা দিতেই হবে। এই জিম্য়াট পরীক্ষার স্কোর পাঁচ বছরের জন্য বৈধ থাকে। তাই তোমার কাছেও পাঁচ বছর রয়েছে বলিউড কেরিয়ার তৈরির চেষ্টা করার জন্য। যদি সেখানে সফল হতে না পারো, তাহলে অবশ্যই ফিরে এসো। তাই সফল অভিনেত্রী হতে না পারলেও আমার কোনও চিন্তা ছিল না। কারণ, আমার কাছে জিম্যাটের ডিগ্রী ছিল।'</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন কৃতী শ্যানন। ডেবিউ ছবি 'হিরোপন্থী'-র জন্য সেরা ডেবিউ অভিনেত্রীর পুরস্কারও পান। এছাড়াও 'মিমি' ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন জিতে নেয়। কৃতী শ্যাননের হাতে এই মুহূর্তে রয়েছে একাধিক ছবি। খুব শীঘ্রই তাঁকে 'আদিপুরুষ', 'বচ্চন পাণ্ডে', 'ভেড়িয়া', 'গনপত'-র মতো ছবিতে দেখা যেতে চলেছে।</p>
from entertainment https://ift.tt/3olZD58
via IFTTT
from entertainment https://ift.tt/3olZD58
via IFTTT