Katrina Kaif Vicky Wedding: শ্যাম কৌশলকে শুভেচ্ছা জানালেন বিগ বি, প্রতিক্রিয়া দিলেন ভিকি

<p style="text-align: justify;">মুম্বই: সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। নব দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তারকারা। সোশ্যাল মিডিয়ায় বিয়ে, গায়ে হলুদ থেকে মেহেন্দির ছবি শেয়ার করতেই সেখানে ভিকি-ক্য়াটরিনাকে নতুন জীবন শুরুর শুভেচ্ছায় ভরিয়ে দেন হৃত্বিক রোশন থেকে দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া এবং বলিউডের অন্যান্য তারকারা। বাদ গেলেন না বিগ বি (Amitabh Bachchan)। যদিও তিনি শুভেচ্ছায় জানিয়েছেন ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশলকে (Shyam Kaushal)।&nbsp;</p> <p style="text-align: justify;">সম্প্রতি অমিতাভ বচ্চন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'ভিকির বাবা অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলের সঙ্গে শ্যুটিং সেটে। বহু বছর ধরে তাঁর সঙ্গে কাজ করছি। একজন অত্যন্ত প্রিয় মানুষ। শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা।' অমিতাভ বচ্চনের এমন শুভেচ্ছাবার্তায় আপ্লুত 'সর্দার উধম' তারকা ভিকি কৌশল। বাবাকে শুভেচ্ছা জানানোয় প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। অমিতাভ বচ্চনের এই পোস্টে কমেন্টে ভিকি লিখেছেন, 'স্যর'। তার সঙ্গে ভালোবাসা এবং প্রণামের কিছু ইমোজিও জুড়ে দিয়েছেন।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3dReApM> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Tonic Update: কথা রাখলেন দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাফ্টিং করার পর ভিডিও দিলেন" href="https://ift.tt/3pTS1Xh" target="">Tonic Update: কথা রাখলেন দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাফ্টিং করার পর ভিডিও দিলেন</a></strong></p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, বলিউডে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল। অ্যাকশন ডিরেক্টর ছাড়াও স্টান্ট কোঅর্ডিনেটর হিসেবেও বহু ছবিতে দায়িত্ব পালন করতে তাঁকে দেখা গিয়েছে। জ্যাকি শ্রফ, শাহরুখ খান, সলমন খান এবং বলিউডের আরও অনেক তাবড় তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।</p> <p style="text-align: justify;">গত ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় কায়দায় বিয়ে সারেন <a title="ভিকি কৌশল" href="https://ift.tt/31L9dGb" data-type="interlinkingkeywords">ভিকি কৌশল</a> ও <a title="ক্যাটরিনা কাইফ" href="https://ift.tt/3lOUFwk" data-type="interlinkingkeywords">ক্যাটরিনা কাইফ</a>। সদ্যই তাঁরা মলদ্বীপ থেকে মধুচন্দ্রিমা সেরে মুম্বই ফিরেছেন। সেই ছবিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাঁরা জুহুর সমুদ্র উপকূলবর্তী বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করবেন।</p>

from entertainment https://ift.tt/3oUNTa4
via IFTTT
LihatTutupKomentar